মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য করা হয়, এরপর যা ঘটিয়েছিলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য করা হয়, এরপর যা ঘটিয়েছিলেন অভিনেত্রী 

গল্পের প্রয়োজনে বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের। অনেক সময় ধরা দিতে হয় অন্তরঙ্গ দৃশ্যে। তবে অভিনেত্রীদের অনেকেই ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এরকম পরিস্থিতিতে জোর করে অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য করা হয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী মোহিনীকে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন মোহিনী। ১৯৯৪ সালে ‘কানমানি’ ছবিতে তাকে জোরপূর্বক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল। কাঁদতে কাঁদতে অসম্মতি জানালেও কর্ণপাত করেননি কেউ।


বিজ্ঞাপন


মোহিনী জানান, সেলভামণি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্যের। এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে কান্নায় ভেঙে পড়েন; দৃশ্যটি করতে অস্বীকার করেন।

তার কথায়, ‘আমি তখন সাঁতারই জানতাম না। আর আধা পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে শিখব কীভাবে? তখন নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। তাই ওই দৃশ্য কল্পনাই করতে পারিনি। আমি বাধ্য হয়েই সেটি করেছি।’

এ ঘটনার পর কয়েক ঘণ্টা বন্ধ ছিল ছবির শুটিং। তবে প্রযোজনা যাতে আটকে না যায়, সে তাই  তিনি দৃশ্যটি শেষ করেন। পরে যখন একই ধরনের দৃশ্যের শুটিং অনুমতি চাওয়া হয়, তখন তিনি দৃঢ়ভাবে না বলেন। তার ভাষায়, ‘আমি বলেছিলাম, এটা তোমাদের সমস্যা, আমার না। যেমন আগে আমাকে জোর করে করিয়েছিলে, তেমনটা আর হবে না।’ 

দক্ষিণের জনপ্রিয় মুখ মোহিনী। স্ক্রিন শেয়ার করেছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজকুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, সারথকুমারসহ অনেকের সঙ্গে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর