মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাচ্ছেন দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৩, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাচ্ছেন দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবী!

দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বয়সকে মুঠোবন্দি করে শাসন করে চলেছেন পর্দা। এবার সেই চিরঞ্জীবীকে দেখা গেল কলকাতার রাস্তায় ট্যাক্সিচালক বেশে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্যাক্সিচালক চিরঞ্জীবীর ছবি। সেখানে দেখা গেছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তায় দাঁড় করানো একাধিক ট্যাক্সি। তারই মাঝে ট্যাক্সি ড্রাইভারের পোশাক পরে হেঁটে চলেছেন চিরঞ্জীবী। অন্যদিকে আইনজীবীর কালো পোশাকে তামান্না ভাটিয়াও ফ্রেমবন্দি। 


বিজ্ঞাপন


তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। চিরঞ্জীবীর অবস্থা এত খারাপ হয়নি যে তাকে ট্যাক্সি চালাতে হবে। এটি মূলত একটি ছবির দৃশ্য। ‘ভোলা শঙ্কর’ নামের একট ছবিতে অভিনয় করছেন চিরঞ্জীবী। ওই ছবির শুটিংয়ে ট্যাক্সি ড্রাইভার বেশে দেখা গেছে তাকে।

কলকাতায়। শুধু হলুদ ট্যাক্সিতেই নয়, ছবির পোস্টারেও দেখা গিয়েছে কালীঘাটের মন্দির। ৬ মে থেকে ১০ মে কলকাতায় শ্যুটিংয়ের জন্য থাকছেন চিরঞ্জীবী। জানা ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ধর্মতলা ও কালীঘাটকে বাছা হয়েছে ‘ভোলা শঙ্কর’-এর শ্যুটিংয়ের জন্য। আগামী ২২ অগাস্ট বিশ্বজুড়ে মুক্তি পাবে 'ভোলা শঙ্কর'

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুটিং শুরু করেন চিরঞ্জীবী। হাওড়া ফুল বাজারেও হবে শুটিং। এই ছবিতে চিরঞ্জিবীর সঙ্গে রয়েছেন তমান্না ভাটিয়া। তাকে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর