images

বিনোদন

শো বাড়ল ‘তাণ্ডব’-এর

বিনোদন ডেস্ক

০৮ জুন ২০২৫, ০৪:২৮ পিএম

এবারের ঈদে মুক্তি প্রাপ্ত ছবিগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব-সাবিলা জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। এরইমধ্যে জানা গেছে আজ স্টার সিনেপ্লেক্সে সিনেমার শো বাড়ছে। বিষয়টি জানিয়েছেন ছবির সংশ্লিষ্টরা। 

আজ রোববার (৮ জুন) সামাজিক মাধ্যমে ছবির পরিচালক রায়হান রাফী এক পোস্টে স্টার সিনেপ্লেক্সে শো বাড়ার বিষয়টি জানিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দর্শক চাহিদায় একদিন না যেতেই আজকে থেকে স্টার সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’-এর ২৮টা শো থেকে বাড়িয়ে ৪৫ টা শো চলবে।  

tandaba_20250604_122334807

‘তাণ্ডব’ ছবির শো বাড়ার সুখবর দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘দর্শক চাহিদায় আজকে থেকে স্টার সিনেপ্লেক্সে ৪৫ শো নিয়ে চলছে ‘তাণ্ডব’। 

এদিকে এসকে ফিল্মস তাদের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, “দর্শক চাহিদা তুঙ্গে মাত্র একদিনেই সিনেপ্লেক্সে ২৮ শো থেকে ৪৫ শো-তে পৌঁছালো মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’।”

504078656_1267676701386797_4939975320651314346_n_20250606_160635857

ইতিমধ্যে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় হল কর্তৃপক্ষ সিনেমাটির শো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এছাড়া সিনেমা হলের সংখ্যার দিক থেকে মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কেউ নেই। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তার ‘তাণ্ডব’ পেয়েছে ১৩২টি হল। তবে সংখ্যাটি বাড়তে পরে বলে আশাবাদী প্রযোজনা সংস্থা। 

বলে রাখা ভালো, নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

ইএইচ/