রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবিলা নূর লিচুর বাগান দিয়ে ‘তাণ্ডব’ লাগিয়েছে: শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১১:০৬ এএম

শেয়ার করুন:

সাবিলা নূর লিচুর বাগান দিয়ে ‘তাণ্ডব’ লাগিয়েছে: শাকিব খান

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। রাত পোহালেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি মানুষের অন্তরে। এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব-সাবিলা জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। ছবি মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) সংবাদ সম্মেলনে সাবিলা নূর এবং রায়হান রাফীর প্রশংসায় পঞ্চমুখ ঢালিউড মেগাস্টার শাকিব খান।  

শাকিব খান বলেন, ‘সাবিলা তো লিচুর বাগান দিয়ে ‘তাণ্ডব’ লাগিয়ে দিয়েছে। সবাইকে পাগল করে দিয়েছে। এ সিনেমায় অভিনয়ের আগে যখন সাবিলার সাথে দেখা হয়েছে তখনও বলেছি সিনেমায় কাজ করো না কেন? সিনেমা করো। আমার কাছে এই বিষয়টা শুনতেই ভালো লাগে না। বড় পর্দা, ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেতা-অভিনেত্রী। যে অঙ্গনেই হোক। আমরা টেলিভিশনেও কাজ করব। সিনেমায় কাজ করব। স্টেজ পারফরম্যান্স করব। আমাদের কাজ হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া।’ 

503979109_716568934236712_328457566276650692_n_20250604_133843429

তিনি যোগ করেন, ‘আমার কাছে মনে হয় পৃথিবীতে এখন আর ওই বিষয়টা চলে না আপনি কোন পর্দার মানুষ। ভালো অভিনয় শিল্পী কি না সেটা দেখার বিষয়। সে যেই অঙ্গনেই কাজ করুক। আর সাবিলা শুরুতেই লিচুর বাগান দিয়ে কী যে আগুন লাগিয়ে দিল। শুটিং সেটা আমরা সবসময় একটা কথা বলতাম, বাংলা সিনেমা আর একটা তারকা অভিনেত্রী পেয়ে গেল। সাবিলা অসম্ভাব ভালো অভিনয় করেছে। ভবিষৎতে আমরা আরও সিনেমায় কাজ করব।’  

সবশেষে ‘তাণ্ডব’ প্রসঙ্গে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান বলেন, ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়, একটা অসম্ভাব, অসম্ভাব মেকিংয়ের সিনেমা। আমার মনে হয়েছে, তাছাড়া আমি রায়হান রাফীকে বলেছি-রাফী তোর লাইফের বেস্ট সিনেমা এটা। আমি যখন ডাবিং করেছি আর দেখেছি তখনই আমার মনে হয়েছে ‘ইয়েস’ এটা কী বানালো। তাণ্ডব অসম্ভাব পরিশ্রমের সিনেমা। এ সিনেমার ফাইট, গান ও স্টোরি সব অসাধারণ। আমি তাণ্ডবের শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।’ 

Screenshot_2025-06-03_143457

সংবাদ সম্মেলনের ‘তাণ্ডব’ সিনেমার খুটিনাটি নিয়ে কথা বলেন জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল। 
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর