রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিবের ‘তাণ্ডব’ কয়টি হল পেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

শাকিবের ‘তাণ্ডব’ কয়টি হল পেল

দরজায় কড়া নাড়ছে কোরবানি ঈদ। দিনটিকে ঘিরে মুক্তির অপেক্ষায় আছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমায় শাকিব জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে। ছবির ফরকাস্টে অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রের আভাস দিয়েছেন নির্মাতা। 

ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এরই পর প্রযোজনা সংস্থা দিলে বড় সুখবর। প্রযোজনা সংস্থা জানিয়েছে ১৩০ হলে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। তবে সংখ্যাটি বাড়তে পরে বলে আশাবাদী তারা।  

Screenshot_2025-06-03_143603

এদিকে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসন ‘তাণ্ডব’ সিনেমাকে অসম্ভব ভালো নির্মাণের সিনেমা বলে মন্তব্য করেছেন শাকিব খান।   

অভিনেতার কথায়, ‘তান্ডব’ সিনেমা দর্শকের মনে তাণ্ডব তুলবে বলে উল্লেখ করে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর প্রশংসা করেন দেশে সেরা এ অভিনেতা। শাকিবের কথায়, ‘রাফী খুব গুছিয়ে কাজ করে। তার প্রি–প্রোডাকশন অনেক ভালো। এটা রাফীর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে, রাফী এটা কী বানাল। ‘তাণ্ডব’  অনেক পরিশ্রমের একটা সিনেমা।’

504078656_1267676701386797_4939975320651314346_n

বলে রাখা ভালো, নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর