শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’ শুধু সিনেমা না, এটা এক্সপেরিয়েন্স: রায়হান রাফী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’ শুধু সিনেমা না, এটা এক্সপেরিয়েন্স: রায়হান রাফী

এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা শাকিব ও নির্মাতা রায়হান রাফী জুটির সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির পর হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমাপ্রেমীরা শাকিবের অভিনয়ে মুগ্ধ। প্রশংসায় ভাসাচ্ছেন আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও। 

গতকাল শনিবার (৭ জুন) ‘তাণ্ডব’-এর প্রথম শো দর্শকদের সাথে হলে বসে উপভোগ করেছেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয় শিল্পীরা। সিনেমা শেষে সংবাদ সম্মেলনে রাফী গণমাধ্যমকে বলেন, ‘ সিনেমাটি দেখার সময় দর্শকরা হল ভেঙে ফেলছিল। ‘তাণ্ডব’ শুধু সিনেমা না, এটা এক্সপেরিয়েন্স। সিনেমাটি দেখলে হলে বসেই ফুর্তি চলে আসবে। সিনেমাটা দেখেন। যেখানে হোক দেখেন।’  

504078656_1267676701386797_4939975320651314346_n

তিনি যোগ করেন, ‘স্টার সিনেপ্লেক্স আগামী তিন দিনের অগ্রীম টিকেট বুকিং হয়ে গেছে। যেসব দর্শকরা ‘তাণ্ডব’ সিনেমা দেখতে আসবেন। অবশ্যই অনলাইনে দেখে আসবেন।’ হল মালিকদের শো বাড়ানোর আহ্ববান জানিয়েছেন রায়হান রাফী। 

ছবির শুটিং শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ‘তাণ্ডবে’সিনেমায় শাকিবের সঙ্গে স্কিন শেয়ার করবেন নিশো-সিয়াম। তবে দুই তারকার ক্যামিওর বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমার মুক্তির পর দুই তারকা অভিনেতার ক্যামিওতে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। 

503979109_716568934236712_328457566276650692_n_20250604_133843429

বলে রাখা ভালো, নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর