বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৫, ১২:৩৬ পিএম
প্রকাশ্যে এসেছে ‘আলি’ সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার। প্রতিশোধের নেশা আলির চোখে মুখে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। চিত্র্যনাট্য ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। ঈদের ছবিটি প্রযোজনা করেছেন তাজুল ইসলাম।
পোস্টারে দেখা যায়, অভিনেতার এলোমেল চুল। চোখ দুইটি রক্তাক্ত, যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট। চোখের নিচে ক্ষত চিহ্ন। অভিনেতার শরীর তামাটে রঙ। ছবির পোস্টারে আগুনের ফুলকি । যা দেখা বোঝা যাচ্ছে কোনো জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে দাঁড়িয়ে আছেন। ইরফানকে এমন ভয়ংকার রূপে আগে কখনও দেখননি তার অনুরাগীরা।
ঈদে ফায়ার ফাইটার হয়ে আসছেন ইরফান সাজ্জাদ
রোববার (২৫ মে) প্রকাশ পেয়েছে ‘আলি’ সিনেমায় ইরফানের ফার্স্টলুক। ফার্স্টলুক সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, আসছে…।
সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশের পর সরগরম নেট দুনিয়া। নেটাগরিকরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেতাকে। একজন লিখেছেন, পোস্টার অনেক সুন্দর হয়েছে, সিনেমাও অনেকে সুন্দর হবে। ভালোবাসা অবিরাম। অন্য একজন লিখেছেন, ভাই পোস্ট দেখে তো ডরাইছি (ভয়) ।
মেধাবীদের পৃষ্ঠপোষকতা করা উচিত: ইরফান সাজ্জাদ
অনুরাগীদের প্রশংসাভরা মন্তব্যে আপ্লুত অভিনেতা। ফার্স্টলুকে এতো সাড়া পাবেন তিনি নিজেই বিশ্বাস করতে পারেননি। ইরফানের ভাষ্য, ‘খুব ভালো সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে, এত চমৎকার সাড়া পাবো ভাবিনি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’

এখানেই শেষ না চরিত্রটি সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা। সিনেমার চরিত্রের বিষয়ে তিনি বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে।’
দর্শক হলে না এলে সিনেমা ইন্ডাস্ট্রি টিকবে না: ইরফান সাজ্জাদ
ইরফান যোগ করেন, ‘বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয়ের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটা কমার্শিয়াল সিনেমা। তবে আমি বলবো খুব কম অভিনেতাই কমার্শিয়াল সিনেমায় এই ধরনের চরিত্র বেছে নেবেন। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’
জানা গেছে, আসন্ন কোরবানি ঈদে মুক্তিপাবে ‘আলি’! অভিনেতাকে সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়াল’ সিনেমা দেখা যায়। এ সিনেমায় ইরফান সাজ্জাদ জুটি বেঁধেছিলেন আইশা খানের সঙ্গে। গত বছরের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটি।
ইএইচ/