বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ঈদে ফায়ার ফাইটার হয়ে আসছেন ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ইরফান সাজ্জাদ অভিনীত ‘ফায়ার ফাইটার’। এ টেলিছবিতে একজন ফায়ার ফাইটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।এটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। 

বেসকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখতে পারবেন দর্শকরা।


বিজ্ঞাপন


sajad_20241114_182557027

মেধাবীদের পৃষ্ঠপোষকতা করা উচিত: ইরফান সাজ্জাদ

টেলিছবির পরিচালক বলেন, ‘টেলিছবিতে একজন অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দর্শকের মনে দাগ কাটবে তার অভিনয়।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। গল্পটা জুবায়ের ভাইয়েরই। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটা হয়েছে এটা আমার জন্য আনন্দের।’


বিজ্ঞাপন


475278642_1155216325975596_2886908829638917361_n_20250220_182920103

দর্শক হলে না এলে সিনেমা ইন্ডাস্ট্রি টিকবে না: ইরফান সাজ্জাদ 

তিনি যোগ করেন, ‘কাজটা করতে গিয়ে ছয় মাসেরও বেশি সময় পরিশ্রম করেছেন জুবায়ের ভাই। আমিও নিজেকে তৈরি করেছি। এ চরিত্রে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিষদ জানার চেষ্টা করেছি।’

456028412_1046399766857253_6898295973702018530_n_20250220_183340949

সবশেষে  তিনি বলেন, ‘এই টেলিছবিতে দেখা যাবে আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করেন। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’

ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন ফারিণ খান।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub