images

বিনোদন

‘বরাবাদে’র গানে মাতলেন মিম

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম

images

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘বরবাদ’-এ মেতেছে দর্শকরা। ভক্তদের আগ্রহের তুঙ্গে রয়েছে এ সিনেমা। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ভিড় করছেন শাকিবিয়ানরা। সিনেমাপ্রেমীদের ব্যাপক চাহিদা থাকায় ছবি মুক্তির দ্বিতীয় দিনে বাড়ানো হয়েছে সিনেমা প্রদর্শনের সংখ্যা।

ইফতার করে সম্প্রীতির বার্তা মিমের 

ছবির টিজার ও গান আগেই সাড়া ফেলেছিল দর্শকমহলে। সবশেষ গত শুক্রবার ২৮ মার্চ অন্তর্জালে প্রকাশ করা হয়েছিল ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গান। মুক্তির পর গানটি দর্শকদের ভালোবাসায় ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে। 

mim_1

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে এ গানে মেতেছেন সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক তারকা। এবার ‘চাঁদ মামা’ গানে মাতলেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

দেশ-বিদেশে অপ্রতিরোধ্য মিম 

‎আজ বুধবার (২ এপ্রিল) এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ২২ সেকেন্ডের ওই ভিডিও তে দেখা গেছে হলুদ রঙের থ্রি পিচ আর ঝুমকো কানের দুল নজর কাড়া লুকে ধরা দিয়েছেন মিম। গোলাপের পাঁপড়ির মতো ঠোঁট দুইটি রাঙিয়েছেন হালকা লাল রঙা লিপিস্টিকে।

487821457_1241105830708340_5091365794479058659_n

ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘বরাবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গান। গানের সঙ্গে মিমের নজরকাড়া পারফরম্যান্স ঝড় তুলেছে নেটদুনিয়ায়। গানের সঙ্গে মিল রেখে কখনও হাঁটছেন। আবার কখনও বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে, মিষ্টি হাসিতে কাবু করছেন ভক্তদের।

আলতা-সিঁদুর-জামদানিতে মিমের স্নিগ্ধতা

বলে রাখা ভালো, প্রীতম হাসানের লেখা, সুর করা ও গাওয়া ‘চাঁদ মামা’ গানে শাকিবের সঙ্গে নেচেছেন টিলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন চ্যানেলে গানটি এ পর্যন্ত ভিউ সংখ্যা ৪৩ লাখ বারের বেশি। এদিকে প্রীতমের চ্যানেলে সেই সংখ্যা ৩২ লাখ বার। 

ইএইচ /