মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

ইফতার করে সম্প্রীতির বার্তা মিমের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

ইফতার করে সম্প্রীতির বার্তা মিমের 

সনাতন ধর্মের অনুসারী হলেও বিদ্যা সিনহা মিম নিজের ভেতর অসাম্প্রদায়িক মানসিকতা ধারণ করেন। এ নায়িকার কাছে ধর্মের পবিত্রতা মুখ্য। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে তাই প্রতি বছর প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেন তিনি। তার এমন মানসিকতা অনুরাগীদের মুগ্ধ করে।  

প্রতি বছরের মতো এবারও প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মিম। সেই ছবি প্রকাশ করে মিম লিখেছেন, এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলাম। সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ। তবে নিজ বাড়িতে নাকি কোনো রেস্তোরাঁ ইফতারের আয়োজন করা হয়েছিল জানা সম্ভব হয়নি। 


বিজ্ঞাপন


এদিকে সামাজিক মাধ্যমে ইফতারের ছবি প্রকাশ করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম। একজন লিখেছেন, বরাবর মিমের এই আয়োজন অনেক পছন্দ করি। অন্য একজনের কথায়, ভালোবাসা বেড়ে গেল।

481781803_1220248076127449_1271806502634815416_n

নিজের এই অসাম্প্রদায়িক মানসিকতা প্রসঙ্গে এর আগে মিম ঢাকা মেইলকে বলেছিলেন, ‘প্রথম রোজা সবসময় আমার কাছে স্পেশাল। আমি মানুষ হিসেবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমার পরিবারও তাই।’

লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত মিমের শুরুটা হয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তার প্রথম সিনেমা ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’। 


বিজ্ঞাপন


চলচ্চিত্রে শুধু অভিনয় করেই যাচ্ছেন না, গড়েছেন ইতিহাসও। নিজের অভিনীত ‘পরাণ’ সিনেমা দিয়ে ঢালিউডে দর্শক খরা কাটিয়েছেন তিনি। গড়েছেন ইতিহাস। সেই ধারা অব্যহত আছে। দুই বাংলায় জনপ্রিয়তা নিয়ে পথ চলছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর