সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের কৃষি উপকরণ দিচ্ছে সরকার’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img
সম্মেলনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি | ছবি: ঢাকা মেইল

বর্তমান সরকার ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের আধুনিক কৃষি উপকরণ দিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে কৃষক লীগের সাধারণ সম্পাদক বলেন ‘শেখ হাসিনার সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনার আমলে সার-বীজের জন্য কোনো কৃষকদের গুলি খেতে হয় না। সরকার এখন ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের আধুনিক কৃষি উপকরণ দিচ্ছে। কিন্তু বিএনপির সময়ে সার-বীজের জন্য ১৮ জন কৃষক গুলিতে শহীদ হয়েছিল।’

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘বিএনপি মিথ্যার রাজনীতি করে। তারা মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। তারা নিজেরা লুকিয়ে থেকে গুমের নাটক করে। নাম বদল করে হারিছ চৌধুরী বাংলাদেশে লুকিয়ে থেকেই তা প্রমাণ করে দিয়েছে। তারা চুরি-চামারি করে বিদেশে পালিয়ে থাকে।’

উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জালাল মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামিমা আক্তার খানম।


বিজ্ঞাপন


সম্মেলনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-প্রচার সম্পাদক কবির আলম প্রমুখ।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন