ওয়ানপ্লাস নতুন ফ্ল্যাগশিপ ফোন আনল। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে ওয়ানপ্লাস ১৩ সিরিজ। এই সিরিজে দুইটি মডেল এসেছে। একটি ওয়ানপ্লাস ১৩, অন্যটি ওয়ানপ্লাস ১৩আর। এই দুই ফোনেই কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে চীনের কোম্পানিটি। ডিভাইসটি দুইটি চলবে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন অপারেটিং সিস্টেমে।
ভারতে বেস মডেলের জন্য ওয়ানপ্লাস ১৩-এর দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার রুপি। ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের জণ্য গুণতে হবে ৭৭ হাজার রুপি। অন্যদিকে ২৪ জিবি র্যাম ভার্সনের দাম ৯০ হাজার রুপি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কবে বাজারে আসবে?
ওয়ানপ্লাস ১৩আর মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম ৪২ হাজার ৯৯৯ রুপি। টপ মডেলের দাম ৫০ হাজার রুপি।
ওয়ানপ্লাস ১৩ সিরিজের ফিচার
ওয়ানপ্লাস ১৩ মডেলের ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির বড় একটি ডিসপ্লে। দুই মডেলের জন্য একই এলটিপিও ৪.১ অ্যামোলিড প্যানেল ব্যবহার করা হয়েছে। স্ক্রিনে ১২০ হার্জের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট মিলবে। ওয়ানপ্লাস ১৩-এর ডিসপ্লেতে রয়েছে সেরামিক গার্ড। অন্যদিকে ১৩আর মডেলের ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন।
বিজ্ঞাপন
ওয়ানপ্লাস ১৩ মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। আর ওয়ানপ্লাস ১৩আর রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট।
ওয়ানপ্লাস ১৩ সিরিজের প্রিমিয়াম মডেল রয়েছে ২৪ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ অপশন। অন্যদিকে ১৩আর-এ পাওয়া যাবে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। ক্যামেরার ফিচারের বিষয়ে বলতে গেলে ওয়ানপ্লাস ১৩ দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। এছাড়াও রয়েছে ওয়াইড, টেলিফটো এবং আল্ট্রাওয়াইড সেন্সর। আবার ১৩আর-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড এবং টেলিফটো রিয়ার লেন্স।
দুইটি ফোনেই রয়েছে অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ১৫ অপারেটিং সিস্টেম। যার মধ্যে রয়েছে অল্পস্বল্প ইউআই পরিবর্তন এবং নতুন এআই সংযোজন। ওয়ানপ্লাস তাদের নতুন ডিভাইস দুইটিতে চার বছরের ফ্রি অপারেটিং সিস্টেম আপডেট দেবে। সেই সঙ্গে মিলছে ৬ বছরের সিকিউরিটি আপডেট। যা ফোনটিকে ভবিষ্যতে সুরক্ষিত রাখবে।
ওয়ানপ্লাস ১৩ এবং ১৩আর ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ-এর একটি ব্যাটারি। যার ওজন মাত্র ২১০ গ্রাম। এর সৌজন্যে রয়েছে নতুন সিলিকন গ্রেড ব্যাটারি প্রযুক্তি। এর পাশাপাশি ফ্ল্যাগশিপ মডেলে ১০০ ওয়াটের ওয়ার্ড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। অন্যদিকে ১৩ আর মডেলে পাওয়া যাবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
এজেড