সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

জানুন

এসি একটানা কতক্ষণ চালানো যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

গরম থেকে নিস্তার পেতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির বিকল্প নেই। তাই অনেকেই বাসা-বাড়িতে এসি লাগান। অন্যান্য ইলেকট্রিক যন্ত্রের মতো এসির বিরতি প্রয়োজন। না হলে অকালে নষ্ট হবে। এমনকি দীর্ঘক্ষণ এসি চালানোর পর আগুন লাগা বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। জানুন এসি একটানা কতক্ষণ চালানো ভালো।

তীব্র গরমে এসির চাহিদা তুঙ্গে। এসি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে পারলে ভালো। তাতে আপনার এসি বেশিদিন ভালভাবে কাজ করবে। আর যেমন খুশি এসির ব্যবহার কিন্তু পকেটে টান দিতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলিং ফ্যান একটানা কতক্ষণ চালানো যায়?

এসি কেনার পর সব থেকে বড় চিন্তার বিষয় হয় ইলেকট্রিক বিল। দীর্ঘক্ষণ এসি চালালে মাস শেষে মোটা অংকের বিদ্যুৎ বিল আসে। তাই এসি চালাতে হবে চাহিদা অনুযায়ী।

এই গরমে আপনি ঠিক কত ঘণ্টা এসি একটানা চালাতে পারেন?

ac


বিজ্ঞাপন


মনে রাখবেন স্প্লিট ইনভার্টার এসি ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে চালালে আপনি একদিকে যেমন বিদ্যুতের বিলে সাশ্রয় করবেন, তেমনই এই তাপমাত্রা আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। দরকারে আপনি ফ্যান চালাতে পারেন।

এসি এমন পদ্ধতিতে তৈরি হয় যাতে সেটি ঘন্টার পর ঘন্টা চলতে পারে। তবে বিশেষজ্ঞরা বলেন, স্প্লিট এসি দিনে ৮ ঘণ্টা বন্ধ রাখতে পারলে ভালো। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে এসিকে ৮ ঘণ্টা বিশ্রাম দেওয়া উচিত।  

আরও পড়ুন: এসিতে বাড়ছে বিদ্যুৎ বিল, ভুল মোডে চালাচ্ছেন না তো?

একটানা ৫-৭ ঘণ্টা এসি চালালে কোনও সমস্যা নেই। তবে সেক্ষেত্রে তাপমাত্রা যেন একটানা খুব কম না হয়। তাতে কম্প্রেসরে চাপ পড়বে বেশি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর