সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হঠাৎ সৌদিতে মেসির বাবা, কেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১১:২৬ এএম

শেয়ার করুন:

হঠাৎ সৌদিতে মেসির বাবা, কেন?

জুনের শেষ দিকে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তবে এখনও প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নবায়ন হয়নি এই তারকার। এরই মধ্যে মেসির সৌদিতে যাওয়ার সংবাদে ভক্তদের মনে নানা ধরণের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লা পুলগার আরব দেশটিতে পাড়ি জমানোর এমন গুঞ্জনের মধ্যেই তার বাবা হোর্হে মেসি মঙ্গলবার সৌদি আরবে পা রেখেছেন। হঠাৎ হোর্হে কেন সৌদি আরবে গেছেন, এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে জানা যায়, মেসির বাবা সৌদিতে গেছেন মূলত সৌদি আরবের পর্যটন বোর্ডের আমন্ত্রণে। যেখানে মেসি আগেই সৌদি পর্যটন বোর্ডের দূত হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বিশ্বকাপ ব্যর্থতার পর মাঠে নামছে ফ্রান্স, দলে তিন নতুন মুখ

উল্লেখ্য, গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন সৌদি ক্লাব আল নাসেরে। সিআর সেভেনের আল নাসেরে যোগ দেওয়ার পরপরই বাহরাইনের দ্য ডেইলি ট্রিবিউন জানায়, লা পুলগাকেও নাকি সৌদি আরবে রোনালদোর সমপরিমাণ অর্থ প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে মরুর দেশের আরেক শীর্ষ ক্লাব আল হিলাল মেসিকে এই অঙ্কের অর্থ প্রস্তাব দিতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে মেসির বাবা সৌদিতে যে কাজের জন্য গিয়েছেন, এর মধ্যেই আল হিলালের সঙ্গে মেসির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ওয়ানডে দলে ডাক পেলেন রনি তালুকদার

এর আগে ২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটিতে প্রথম মৌসুম মোটামুটি কাটানোর পর চলতি মৌসুমে পিএসজির জার্সিতে বেশ ভালো ছন্দে আছেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির জার্সি গায়ে ৬৫ ম্যাচে করেছেন ২৯ গোল।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর