মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানডে দলে ডাক পেলেন রনি তালুকদার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

ওয়ানডে দলে ডাক পেলেন রনি তালুকদার

চোটের সঙ্গে যেন বন্ধুত্ব হয়ে গিয়েছে তরুণ জাকির হাসানের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের টেস্ট দলে জায়গা পেয়ে নিজের নামের পাশে রেকর্ডও গড়েছেন। এরপর সদ্য সমাপ্ত বিপিএলে সিলেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। কিন্তু সেই ইনজুরি আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। 

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ওয়ানডে জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় ছিলেন জাকির, তবে সেই আক্ষেপটা যেন আরো দীর্ঘ হলো। আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে নেমে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। এই চোটেই সিরিজ শেষ হয়ে গেছে বাঁহাতি এই ব্যাটারের। 


বিজ্ঞাপন


জাকিরের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে। এক্স-রে করানো হয়েছে বিস্তারিত আরো পরে জানা যাবে। তবে এই ধরনের চোট সারতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ প্রয়োজন। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দীর্ঘ আট বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন রনি। এবার জাকিরের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। এবার একদিনের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। 

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রনি। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬১ বলে ৮০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এবার সেই ধারাবাহিকতা আইরিশদের বিপক্ষে অভিষিক্ত হয়ে ধরে রাখার পালা তার সামনে। 

আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে। 


বিজ্ঞাপন


এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর