কাতারের লুসাইলে ট্রাইবেকারে গিয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় ফ্রান্স। কাতার বিশ্বকাপ শেষ হয়েছে অনেক সময় পেরিয়ে গিয়েছে। এবার সেই পুরনো ব্যর্থতা ভুলে মাঠে নামতে যাচ্ছে কিলিয়ান এমবাপেরা। যেখানে দলে যুক্ত হয়েছে নতুন কিছু মুখ।
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। দলে যুক্ত হয়েছেন তিন নতুন মুখ।
চেলসির হয়ে নজর কাড়া পারফরম্যান্স করা ভেসলে ফোফনা তার স্বীকৃতি পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই সেন্টার ব্যাক। তার সঙ্গে দলে আরো ডাক পেয়েছেন কিফহেন থুরাম ও ব্রিস সাম্বা।
বিজ্ঞাপন
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিস। তাই দলে নতুন গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।
আগামী ২৪ মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে এমবাপেরা। অপরদিকে আইরিশদের মাঠে ২৭ মার্চ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স।
এমএএম

