মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ইসযূতে আন্তর্জাতিক ক্রিকেটে তোলপাড় চলছে। রাজনৈতিক রোষের কারণে অন্যায়ভাবে ফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর করবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বিসিবি। তাই বাংলাদেশের ম্যাচের ভেন্যূ শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে, এমন্টাই ধারণা করা হচ্ছিল। তবে আইসিসি এমন দাবি নাকচ করেছে বলে জানা গেছে।
মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বকাপের ভেন্যু সরানোর বিসিবির যে অনুরোধ তা নিয়ে গতকাল ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসি ও বিসিবির। এ বৈঠকের আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ‘বাংলাদেশ ভারতে না এলে বিশ্বকাপ ১৯ দলেই, সময় নষ্ট করা ঠিক না’
তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। এমনকি বাংলাদেশকে একটি আল্টিমেটাম দিয়েছে বলেও জানা গেছে।
আরও পড়ুন- মুস্তাফিজ ইস্যুতে নতুন প্রস্তাব ভারতের, কী করবে বিসিবি?
আরও পড়ুন- আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, ভারতের যে প্রতিক্রিয়া
বিজ্ঞাপন
আইসিসির পক্ষ থেকে নাকি স্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই আসতে হবে, অন্যথায় ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবি দাবি করেছে, আইসিসির পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি।
আরও পড়ুন- মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার
এখন পর্যন্ত মঙ্গলবারের বৈঠকের ফলাফল নিয়ে আইসিসি, বিসিবি বা বিসিসিআই- কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রোববার বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত বাইরে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ জানানোয়, আইসিসিই এই বৈঠকের আয়োজন করেছিল।
এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের সূচি অনুযায়ী প্রথম তিনটি ম্যাচ কলকাতায়, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।

