লর্ডসে তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজা একাই লড়াই করে ভারতকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সঙ্গী না থাকায় ভারতকে ২২ রানে হার মানতে হয় ইংল্যান্ডের কাছে।
১৯৩ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত একসময় লাঞ্চের আগেই ৮ উইকেটে ১১২ রানে থেমে যায়। তখন ক্রিজে ছিলেন জাদেজা, যিনি সাত নম্বরে নেমে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যান। টেলএন্ডারদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন দলকে। অবশেষে অপরাজিত ৬১ রানে থেমে যান, কারণ শেষ ব্যাটার সিরাজ বোল্ড হয়ে যান বশিরের বলে। ভারতের ইনিংস থামে ১৭০ রানে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- কোটি টাকার দুর্নীতি ক্রিকেট বোর্ডের, তথ্য ফাঁস
আরও পড়ুন-ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার যিনি
চার ঘণ্টার বেশি সময় ধরে ১৮১ বল মোকাবিলা করে জাদেজা ৪টি চার ও একটি ছক্কা হাঁকান। তবে তার এই ইনিংস নিয়ে কিছু সাবেক ভারতীয় ক্রিকেটার প্রশ্ন তুলেছেন।
সুনীল গাভাস্কারের মতে, জাদেজা আরও একটু ঝুঁকি নিয়ে রান তুললে ইংল্যান্ডের উপর চাপ সৃষ্টি করা যেত। তিনি বলেন, '৬০-৭০ রানের একটি পার্টনারশিপই ম্যাচ ঘুরিয়ে দিতে পারত। বিশেষ করে যখন জো রুট বা বশির বল করছিল, তখন কিছু শট খেলা যেত।'
বিজ্ঞাপন
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়, লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের
একই কথা বলেন সঞ্জয় মাঞ্জরেকারও। তিনি জানান, জাদেজা একটি ছক্কা মেরেছিলেন ঠিকই, কিন্তু আক্রমণাত্মক ছিলেন না। মাঞ্জরেকার বলেন,'তিনি যখন ফিফটি করেন, তখন সবাই হাততালি দিচ্ছিল, কিন্তু কারো মধ্যেই ছিল না এই বিশ্বাস যে তিনি দলকে জেতাতে পারবেন।
আরও পড়ুন- ‘বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না’
অন্যদিকে শচীন টেন্ডুলকার এক্স-এ লিখেছেন, “এত কাছে গিয়েও, এত দূরে থেকে গেলো। জাদেজা, বুমরা ও সিরাজ শেষ পর্যন্ত লড়াই করে গেছে। ভালো চেষ্ট ইন্ডিয়া। ইংল্যান্ড চাপ ধরে রেখে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিয়েছে।”
এই জয়ের ফলে ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল। চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।

