শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং দুর্দশা স্পষ্ট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় এলেও ব্যাটিং নিয়ে সমস্যা কাটছে না। এরপরও ব্যাটিং কোচিং স্টাফদের কেউ দায় স্বীকার করছেন না। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দিন তো উল্টো অভিযোগ প্রমাণ করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।
সিরিজের শেষ টি-টোয়েন্টিকে সামনে রেখে মঙ্গলবার (১৫ জুলাই) কলম্বোয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সালাহ উদ্দিন বলেন,‘টিমে অনেক অভিযোগ। অভিযোগগুলো লিখে দিলে ভালো হতো। প্রমাণ দিতে হবে। আমি ভালো না হলে বোর্ড সরিয়ে দেবে। এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে। এখানে আমি নিজের ইচ্ছায় আসিনি।’
বিজ্ঞাপন
প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা মাসিক বেতনপ্রাপ্ত এই কোচ আরও বলেন,‘আমার কোনো ইগো নেই। বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। ঠিক আছে। কেউ যদি এখানে ভালো না করে, তার সমালোচনা হবেই। এটা স্বাভাবিকভাবে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি দলের জন্য শতভাগ দিচ্ছি কিনা, নিজের জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়।’
তবে চলতি বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান কিন্তু ভিন্ন চিত্রই বলছে। এখন পর্যন্ত খেলা পাঁচটি ওয়ানডে ম্যাচের একটিতেও ২৫০ রান করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে চারটিতেই অলআউট হয়েছে দল। যেটিতে হয়নি, সেখানেও গেছে ৯টি উইকেট। এই পরিসংখ্যান ঘরোয়া পর্যায়ে 'দেশসেরা' বলে বিবেচিত কোচদের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

