সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার যিনি

ফুটবল দুনিয়ায় সবসময়ই তর্ক চলে কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? গ্যালারি থেকে চায়ের দোকান, আলোচনার ঝড় সর্বত্র। তবে এই বিতর্কে একেবারেই আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

তার চোখে ‘সর্বকালের সেরা ফুটবলার’ বা ‘গোট’  হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।


বিজ্ঞাপন


গতকাল মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে এসে ট্রাম্প জানান, পেলের খেলায় মুগ্ধ হয়েছিলেন তরুণ বয়সেই। 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি যখন তরুণ ছিলাম, তখন কসমোস ক্লাব পেলেকে নিয়ে এসেছিল। পুরো স্টেডিয়াম ছিল উপচে পড়া। আমি আসতে চাইনি, তবুও এলাম, কারণ পেলের খেলা দেখতে। সে অসাধারণ এক খেলোয়াড় ছিল।'

পেলেকে তিনি তুলনা করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেসবল খেলোয়াড় বেব রুথের সঙ্গে।

উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমোসের হয়ে খেলেছিলেন পেলে। এ সময় তিনি ৬৪ ম্যাচে করেছেন ৩৭ গোল। ২০২২ সালে মৃত্যুবরণ করেন তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর