সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়, লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়, লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

কিংস্টনে মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়ে তারা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহে থামে। ফলে ১৭৬ রানে ম্যাচ ও ৩-০ ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ নিশ্চিত করে অজিরা।

ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের কাছ থেকে। নিজের ১০০তম টেস্টে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে তিনি টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। ইনিংসে তার বোলিং ফিগার ছিল ৭.৩ ওভারে ৬ উইকেট, মাত্র ৯ রান খরচে। সেই সঙ্গে তিনি স্পর্শ করেছেন ৪০০ উইকেটের মাইলফলক।


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে শুরু করলেও ১২১ রানে অলআউট হয়ে যায়। তবে প্রথম ইনিংসের ৮২ রানের লিড ধরে রেখে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। অথচ তারা মাত্র ১৪.৩ ওভারেই গুটিয়ে যায় ২৭ রানে, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সবচেয়ে কম রান নিউজিল্যান্ডের, ১৯৫৫ সালে ২৬।

স্টার্কের পাশাপাশি দুর্দান্ত ছিলেন স্কট বোল্যান্ড। প্রথমবার সিরিজে সুযোগ পেয়েই তিনি হ্যাটট্রিক তুলে নেন। ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ এমন ভেঙে পড়ে যে, তাদের ৭ ব্যাটার শূন্য রানে সাজঘরে ফেরেন। সিরিজ শেষে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা শুরু হবে ২১ জুলাই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর