দেখতে দেখতে ১৮তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পৌঁছে গেল চূড়ান্ত পর্বে। ৩ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত হবে এ বারের আইপিএলের ফাইনাল ম্যাচ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সন্ধ্যা ৬টায় শুরু হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান (ক্লোজিং সেরিমনি)। প্রতি বছরের মতো এবারও দর্শকদের কৌতূহলের কেন্দ্রে থাকবে এই অনুষ্ঠান।
এ বারের আইপিএলের ক্লোজিং সেরিমনির মূল থিম দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর তিন সিনিয়র কর্তার উপস্থিতির জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদিও তাঁদের উপস্থিতি এখনও নিশ্চিত হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিলেন নেইমার (ভিডিও)
আরও পড়ুন-পাঞ্জাবকে ফাইনালে তুলে বড় অঙ্কের শাস্তির মুখে শ্রেয়স আইয়ার
প্রসঙ্গত, এই বছরের আইপিএল আয়োজন নিয়ে বহু চড়াই-উতরাই পেরোতে হয়েছে বোর্ডকে। মূল সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে, কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরণে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে আইপিএল স্থগিত রাখা হয়।
এরপর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনাবাহিনী পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। সেই সময় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশের কিছু বিমানবন্দরের পরিষেবাও বন্ধ রাখা হয়। ফলত, নিরাপত্তার খাতিরে ইডেন থেকে সরিয়ে ফাইনালের ভেনু করা হয় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
আরও পড়ুন- মুম্বাইকে বিদায় করে ১১ বছর পর ফাইনালে পাঞ্জাব
আরও পড়ুন- সংসদ সদস্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং
এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই নাটকীয়ভাবে ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। সমর্থকদের মধ্যে এখন উচ্ছ্বাস তুঙ্গে।
এদিকে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য। তাতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রখ্যাত সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন ও শিবম মহাদেবন। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

