ব্রাজিলিয়ান লিগে বোতাফোগোর কাছে ১-০ গোলে হেরে আরও বিপাকে পড়েছে নেইমারের দল সান্তোস। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার, তবে পারফরম্যান্স নয় বরং বিতর্কিত এক লাল কার্ডের কারণে।
বোতাফোগোর বিপক্ষে ম্যাচে সান্তোসের শুরুর একাদশে জায়গা পান নেইমার। তবে মাঠে ছিলেন না স্বরূপে। প্রথমার্ধে একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন তিনি। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিজ্ঞাপন
৭৬তম মিনিটে সান্তোসের হয়ে গোল করেন নেইমার। কিন্তু গোল উদযাপন শেষ হওয়ার আগেই শুরু হয় বিতর্ক। বোতাফোগোর খেলোয়াড়রা রেফারির চারপাশে জড়ো হয়ে অভিযোগ তোলেন নেইমার নাকি হাত দিয়ে গোল করেছেন।
রেফারি বিষয়টি পুনর্বিবেচনা করে নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা লাল কার্ডে রূপ নেয়। রিপ্লেতেও দেখা যায়, সত্যিই হাত দিয়ে গোল করেন নেইমার। ফলস্বরূপ, ১০ জনের দলে পরিণত হয় সান্তোস।
সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগায় বোতাফোগো। ৮৬তম মিনিটে গোল করে এগিয়ে যায় তারা এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
বিজ্ঞাপন
এই হারের ফলে সান্তোসের অবস্থান আরও খারাপ হয়েছে। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে, অর্থাৎ ২০ দলের মধ্যে ১৮ নম্বরে রয়েছে দলটি। অন্যদিকে, ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো রয়েছে আট নম্বরে।

