মৌসুমের শুরুটা হতাশাজনক হলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রেকর্ড ষষ্ঠ আইপিএল শিরোপার স্বপ্ন দেখছিল দলটি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলেন শ্রেয়াস আইয়ার। তার দুর্দান্ত ইনিংসে রোমাঞ্চকর ম্যাচে মুম্বাইকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। মঙ্গলবার ফাইনালে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আহমেদাবাদে বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। জনি বেয়ারস্টো (৩৮), সূর্যকুমার যাদব (৪৪), তিলক ভার্মা (৪৪) এবং নামান ধীরের (৩৭*) ব্যাটে তারা পৌঁছে যায় দারুণ স্কোরে। শেষদিকে রাজ বাওয়ার ৮ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি উইকেট।
বিজ্ঞাপন
জবাবে ব্যাট করতে নেমে প্রভসিমরান সিং (৬) এবং প্রিয়ানশ আরিয়া (২০) দ্রুত ফিরে গেলেও, জশ ইংলিস (৩৮) ও শ্রেয়াস আইয়ার দলকে পথ দেখাতে থাকেন। ইংলিস বিদায় নেওয়ার পর শ্রেয়াসের ব্যাটে ছন্দে ফেরে পাঞ্জাব। নেহাল ওয়াধেরার (৪৮) সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।
শেষদিকে চাপ বাড়লেও শ্রেয়াস সব সামলে নেন একার কাঁধে। ২৭ বলে ফিফটির পর মাত্র ১২ বলে ২৩ রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৮৭ রানে অপরাজিত থেকে। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। শেষদিকে মার্কাস স্টয়নিসের সঙ্গে ১৫ বলে ৩৮ রানের জুটি গড়েন তিনি। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে জয়ের বন্দরে পৌঁছায় পাঞ্জাব কিংস।
টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে উঠলেন শ্রেয়াস আইয়ার। গতবার কলকাতার অধিনায়ক হয়ে ফাইনালে উঠেছিলেন, এবার পাঞ্জাবকে নিয়ে গেলেন শিরোপার দ্বারপ্রান্তে। এছাড়া ২০১৪ সালের পর প্রথমবার আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছে পাঞ্জাব।

