ভারতীয় ক্রীড়াঙ্গন ও রাজনীতির দুই তরুণ মুখ রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ। একদিকে ব্যাট হাতে মাঠে ঝড় তোলা মারকুটে ব্যাটসম্যান, অন্যদিকে ভারতের কনিষ্ঠতম সাংসদদের একজন, প্রবল আত্মবিশ্বাসী ও প্রতিশ্রুতিশীল নারী নেতা। এই দুই জগতের দুই উদীয়মান তারকা এবার এক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ৮ জুন লখনউতে তাদের আংটিবদল, আর ১৮ নভেম্বর বারানসিতে বিয়ের আনুষ্ঠানিকতা।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, প্রিয়া সরোজ, যিনি উত্তরপ্রদেশ থেকে উঠে আসা সমাজবাদী পার্টির এক তরুণ সাংসদ, তিনি এক বন্ধুর মাধ্যমে রিঙ্কু সিংয়ের সঙ্গে পরিচিত হন। সেই বন্ধুর বাবা একজন সাবেক ক্রিকেটার ছিলেন। সেই সূত্রেই প্রথম দেখা। এরপর কথাবার্তা, বন্ধুত্ব, আর ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা।
বিজ্ঞাপন
এক বছরের বেশি সময় ধরে পরিচয় থাকলেও, সম্পর্কটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য তারা সময় নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুই পরিবারের সম্মতি। অবশেষে দুই পরিবার সম্মত হলে, এগিয়ে আসে বাগদান আর বিয়ের আয়োজন।
রিঙ্কু সিংয়ের পরিচিতি এখন আর শুধু আইপিএলের মারকুটে ব্যাটসম্যান হিসেবে সীমাবদ্ধ নয়। ভারতের জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৩৩টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলে ফেলেছেন তিনি। তার সাহসী ব্যাটিং এবং ম্যাচ ফিনিশ করার দক্ষতা তাকে এনে দিয়েছে বিশাল ফ্যানবেস।
অন্যদিকে, প্রিয়া সরোজ রাজনীতিতে এসেছেন এক রাজনৈতিক পরিবার থেকে। তার বাবা তুফানি সরোজও একসময় লোকসভার সাংসদ ছিলেন। প্রিয়া মাত্র ২৫ বছর বয়সে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আলোচনায় আসেন। কনিষ্ঠ সাংসদদের একজন হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা অনেক।
৮ জুন লখনউর একটি পাঁচতারকা হোটেলে বসবে বাগদানের আসর। আর ১৮ নভেম্বর বারানসির ঐতিহ্যবাহী তাজ হোটেলে বসবে বিয়ের পিঁড়ি।

