সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছে না ডিআরএস

সাদা বলের ক্রিকেট দলের জন্য কদিন আগেই নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যান ইন গ্রিনদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হেসন। তার অধীনে প্রথম সিরিজে আগামীকাল থেকে মাঠে নামবে দলটি। ঘরের মাঠে পাকিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মূলত পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক বিবেচনায় তা কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ২৮ মে (বুধবার), ৩০ মে (শুক্রবার) ও ১ জুন (রবিবার), প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি

এদিকে তিন ম্যাচের এই সিরিজে থাকছে না ডিআরএস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ও পাকিস্তানের এই টি-২০ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগ্রহ কম থাকায় রেভিনিউ কম হবে। যে কারণে খরচ কম রাখতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- ৮০০ ছুঁয়ে রোনালদো জানালেন, ‘অধ্যায় শেষ’


বিজ্ঞাপন


আরও পড়ুন- বড় চমক দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা, যারা থাকল-যারা বাদ

এদিকে ভারতের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এরপর টুর্নামেন্ট আবার শুরু হলেও বাকি অংশে আর ডিআরএস ব্যবহার করা হয়নি। এবার বাংলাদেশ সিরিজেও একই ব্যবস্থা করছে পিসিবি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে এ সিরিজের আগে আরব আমিরাত সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে সহযোগী দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেললেও তাতে ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর