সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৮০০ ছুঁয়ে রোনালদো জানালেন, ‘অধ্যায় শেষ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১১:১১ এএম

শেয়ার করুন:

৮০০ ছুঁয়ে রোনালদো জানালেন, ‘অধ্যায় শেষ’

ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ছাড়ার গুঞ্জন এতদিন ধরে চললেও এবার নিজেই যেন ইঙ্গিত দিলেন বিদায়ের। সৌদি প্রো লিগ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘একটি অধ্যায়ের শেষ’। তার এমন মন্তব্য রহস্য বাড়ালেন পর্তুগিজ সুপারস্টার।

সৌদি প্রো লিগে সোমবার আল-ফাতেহর মুখোমুখি হয় আল-নাসর। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় তারা। আল-নাসরের হয়ে প্রথমার্ধে হেড থেকে একটি গোল করেন রোনালদো। 


বিজ্ঞাপন


এটি ছিল ক্লাবটির হয়ে তার ৯৯তম এবং ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল। আর হাজার গোলের লক্ষ্যের পথে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল এখন ৯৩৬টি।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত। সেই মেয়াদ প্রায় শেষের পথে। এদিকে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ ট্রান্সফার উইন্ডো খুলছে। যদিও আল নাসের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, রোনালদোর ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ক্লাব ইন্টার মিয়ামির হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তাই ফুটবলপ্রেমীদের আগ্রহ, রোনালদোও কি অন্য কোনো ক্লাবের হয়ে অংশ নেবেন?

সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, 'রোনালদোও ক্লাব বিশ্বকাপে কোনও একটি দলের হয়ে খেলতে পারেন। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। তাই যদি কোনও ক্লাব এই মুহূর্তে তাকে দলে নিতে চায়... কে জানে, কে জানে।'


বিজ্ঞাপন


রোনালদো নিজেও পরিস্কার করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের। সৌদি প্রো লিগ শেষ হওয়ার পর আল নাসরের জার্সি পরা ছবি পোস্ট করে লিখেছেন, 'এই অধ্যায়ের এখানেই শেষ। আর গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা।'

গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে আল নাসর। সৌদি প্রো লিগেও তারা শেষ করে তৃতীয় হয়ে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছিলেন রোনালদো। লিগের সর্বোচ্চ ২৪ গোল করে গোলদাতার তালিকার শীর্ষে ছিলেন এই তারকা।

যদিও গত বছর বলেছিলেন ক্যারিয়ার আল নাসরেই শেষ করতে চান, এখন পরিস্থিতি বলছে, সামনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর