বার্সেলোনায় থেকে যাচ্ছেন লামিন ইয়ামাল! ১৭ বছর বয়সী এই বিস্ময়বালকের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন প্রায় চূড়ান্ত, জানিয়েছে ইএসপিএন। সোমবার ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবং ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্ডেসের মধ্যে ইতিবাচক বৈঠকের পর সবকিছু প্রায় গুছিয়ে ফেলা হয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত হলেও ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স ও ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় বার্সা বেশ কিছুদিন ধরেই নতুন চুক্তি নিয়ে কাজ করছিল।
ইয়ামাল ১৮ বছরে পা রাখবেন ১৩ জুলাই। এখনকার চুক্তিটি ২০২৩ সালের, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে খেলোয়াড়দের সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তি করা যায়। এবার সেই সীমা পেরোনোর পরই বার্সা তাকে লম্বা মেয়াদের ‘সুপার’ চুক্তি দিতে যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি
লাপোর্তা আগেই জানিয়েছিলেন, ইয়ামাল পাবেন বিশেষ সুবিধা। নতুন চুক্তিতে শুধু মেয়াদই নয়, বেতনও বাড়ছে বড় অঙ্কে, যা কোচ হান্সি ফ্লিকের দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে মানানসই। শুধু তাই নয়, থাকছে বাড়তি ইনসেনটিভ, যেমন ম্যাচ পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট, এমনকি ব্যালন ডি’অর জিতলেও মিলবে বিশেষ বোনাস! লাপোর্তা আগের মেয়াদেও (২০০৩–২০১০) এ ধরনের চুক্তি পছন্দ করতেন, আর এবারও সেই রাস্তাতেই হাঁটছেন।
আরও পড়ুন- ৮০০ ছুঁয়ে রোনালদো জানালেন, ‘অধ্যায় শেষ’
বিজ্ঞাপন
আরও পড়ুন- বড় চমক দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা, যারা থাকল-যারা বাদ
এই মৌসুমে ইয়ামাল মাঠে নেমেছেন ৫৫ ম্যাচে, করেছেন ১৮ গোল, করিয়েছেন ২৫টি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে কিংবা লা লিগার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে- বড় মঞ্চে বারবার আলো ছড়িয়েছেন তিনি। তার ঝলকে বার্সা এবার ঘরে তুলেছে ঘরোয়া ট্রেবল: লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকোপা।
মাত্র সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে নাম লিখিয়েছিলেন ইয়ামাল। সেখান থেকে চোখ ধাঁধানো উত্থান, ১৫ বছরেই সিনিয়র দলে অভিষেক, আর এখন বার্সার ভবিষ্যতের বড় তারকা। ক্লাবের হয়ে সাফল্যের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়েও বাজিমাত করেছেন ইয়ামাল। গত গ্রীষ্মে ইউরো জয়ী লা রোহা দলে ছিলেন তিনি, জিতেছেন কপা ট্রফি, গোল্ডেন বয় এবং ২০২৫ সালের লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার।
বার্সা মনে করে, ইয়ামাল শুধু আগামী কয়েক বছর নয়, এক দশকের বেশি সময় দলের নেতৃত্বে থাকবেন। পেদ্রি, গাভি, পাও কুবারসি, রাফিনিয়ার মতো তরুণদের সঙ্গে তিনিও ক্লাবের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তুলছেন।

