সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিএসএলে ফিরে ভক্তদের যে বার্তা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

পিএসএলে ফিরে ভক্তদের যে বার্তা দিলেন সাকিব

লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে আবার দেখা যাবে মাঠে। পিএসএলে দল পেয়েছেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে ইতোমধ্যেই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।

পিএসএলে লাহোরের হয়ে এর আগেও একবার খেলেছেন সাকিব। এবার দ্বিতীয়বারের মত নাম লিখিয়েছেন তিনি। কালান্দার্স দলে যুক্ত ছিলেন আরেক বাংলাদেশি, তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও। লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে লাহোর।


বিজ্ঞাপন


আরও পড়ুন- মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএলের ম্যাচ বয়কটের দাবি!

আরও পড়ুন- আনচেলত্তিকে নিয়োগের পর ব্রাজিল ফুটবলের প্রধান বরখাস্ত

তাদের লিগ পর্বের আর মাত্র একটি ম্যাচ বাকি ১৮ মে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে প্লে-অফে জায়গা পাবে দলটি। লাহোর যদি প্লে অফে জায়গা পায় তাহলে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে জায়গা পেলে আরও কয়েক ম্যাচে মাঠে দেখা যেতে পারে সাকিবকে।

সাকিব লাহোরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডেরিল মিচেলের বদলি হিসেবে। স্থগিত হওয়ার পর আইপিএলের বাকি অংশে খেলতে আর আসছেন না মিচেল। ইতোমধ্যেই লাহোরের স্কোয়াডে যোগ দিয়েছেন সাকিব।


বিজ্ঞাপন


আরও পড়ুন-
পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব, মাঠে নামবেন কবে?
বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মুস্তাফিজ
ফের বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, সেরা দশে আরও যারা
টেস্টকে কোহলির বিদায়ের নেপথ্যে ব্যক্তিগত কথা জানালেন রবি শাস্ত্রী

লাহোরের হয়ে মাঠে নামার আগে ভক্তদের বার্তা দিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘পিএসএলে আবারও ফিরতে পেরে আমি উচ্ছসিত। আশা করি আগামীকাল একটি ভালো ম্যাচ হবে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি সেটার অপেক্ষায় আছি।’

সাকিবের পাশাপাশি লাহোরে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাক্ষে এবং কুশল পেরেরা। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬.৩৬ গড় ও ১০৭.১৪ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ১৮১ রান। বল হাতে ৭.৩৯ ইকোনোমিতে শিকার করেছেন ৮ উইকেট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর