পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল আইপিএল। প্রতিবেশি দেশটির সঙ্গে উত্তেজনা প্রশমিত হওয়ায় আবার শুরু হচ্ছে আইপিএল। আগামীকাল থেকে মাঠে গড়াবে খেলা। তবে জনপ্রিয় এ টুর্নামেন্ট আবার শুরু হওয়ার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পড়েছে বিপাকে। স্থগিত হওয়ায় বিদেশী ক্রিকেটাররা সবাই যে যার দেশে ফিরে গিয়েছিলেন। তাদের অনেকেই আর ফিরছেন না এবার।
আরও পড়ুন- মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএলের ম্যাচ বয়কটের দাবি!
বিজ্ঞাপন
বিদেশি ক্রিকেটারদের সবাই ফিরছেন না বলে দলে নতুন করে ক্রিকেটার নিতে হচ্ছে দলগুলোকে। দিল্লী ক্যাপিটাকসের বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিচেল স্টার্ক, জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ও ফেরেইরা ফিরছেন না। এমন অবস্থায় দিল্লী দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে।
৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার কথা জানায় দিল্লী। এদিকে টাইগার এই পেসারকে দলে নিলেও তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে অবস্থান করছে দেশটিতে।
আরও পড়ুন- আনচেলত্তিকে নিয়োগের পর ব্রাজিল ফুটবলের প্রধান বরখাস্ত
আগামীকাল আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ ১৯ মে। এদিকে দিল্লীর আইপিএলে বাকি আছে আর তিন ম্যাচ যার একটি অনুষ্ঠিত হবে ১৮ মে। এমন অবস্থায় মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল।
বিজ্ঞাপন
তবে মুস্তাফিজকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ফলে বাংলাদেশের হয়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই আইপিএলে দিল্লীর হয়ে খেলতে উড়াল দিবেন মুস্তাফিজ।

