সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলে বিদেশি তারকারা কে ফিরছেন, কে ছিটকে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

আইপিএলে বিদেশি তারকারা কে ফিরছেন, কে ছিটকে যাচ্ছেন

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব আবার শুরু হচ্ছে আগামী ১৭ মে। ছয়টি স্টেডিয়ামে মোট ১৭টি ম্যাচ হবে, আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন। তবে এই পর্ব শুরুর আগে বিদেশি খেলোয়াড়দের নিয়ে দেখা দিয়েছে জটিলতা। চোট, জাতীয় দলের দায়িত্ব এবং আন্তর্জাতিক সূচির কারণে অনেক দলে বড় পরিবর্তন আসছে।

চলুন দেখে নেওয়া যাক কোন দল কাদের পাচ্ছে, আর কাদের পাচ্ছে না—


বিজ্ঞাপন


গুজরাট টাইটান্স: জস বাটলার ও জেরাল্ড কোয়েতজি ফিরছেন, তবে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের কারণে আগেভাগেই ফিরে যাবেন। রাদারফোর্ড ও রাবাদা থাকছেন না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: সবচেয়ে বড় ধাক্কা কোহলির দলের। চোটে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। এনগিদি, রোমারিও শেফার্ড ও টম বেথেলও থাকছেন না।

মুম্বাই ইন্ডিয়ান্স: শুধু মুজিব উর রহমান ফিরছেন। জ্যাকব বেথেল, রায়ান রিকেলটন ও করবিন বশ থাকছেন না।

আরও পড়ুন-
ডু অর ডাই ম্যাচ খেলতে পিএসএল যাচ্ছেন সাকিব!
ভারত-পাকিস্তান উত্তেজনার পর ফিরছে আইপিএল, প্লে-অফের সমীকরণ
যৌন কেলেঙ্কারির জালে রিয়াল তারকা
বার্সার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ল রিয়াল

চেন্নাই সুপার কিংস: দল প্লে-অফ থেকে ছিটকে যাওয়ায় সিদ্ধান্ত কোচ ফ্লেমিংয়ের হাতে। নুর আহমদ ও পাথিরানা থাকবেন, কিন্তু কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে নিয়ে অনিশ্চয়তা।

দিল্লি ক্যাপিটালস: ত্রিস্তান স্টাবস থাকছেন না। তবে দুষ্মন্ত চামিরা যোগ দিচ্ছেন। মুস্তাফিজের সঙ্গেও চুক্তি হয়েছে নতুন করে, তবে আসবে কি না এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। 

পাঞ্জাব কিংস: বার্টলেট, ওমরজাই ও মিচেল ওয়েন ফিরছেন। কিন্তু জানসেন প্লে-অফে থাকবেন না।

কলকাতা নাইট রাইডার্স: নারাইন, রাসেল, পাওয়েল, গুরবাজ ও নরকিয়া ফিরছেন। তবে মঈন আলি ও জনসনের থাকা নিশ্চিত নয়।

সানরাইজার্স হায়দরাবাদ: কামিন্স ও ট্রাভিস হেডের আসার সম্ভাবনা কম। উইয়ান মুল্ডারকেও পাওয়া না-ও যেতে পারে।

লখনউ সুপার জায়ান্টস: মার্করাম থাকছেন না, তবে ম্যাথু ব্রিটজক ফিরে আসছেন।

রাজস্থান রয়্যালস: জোফরা আর্চারের আসা অনিশ্চিত। বাকি বিদেশিরা যোগ দিতে পারেন।

এই পরিস্থিতিতে অনেক দলকেই নতুন কম্বিনেশন গড়তে হবে। আইপিএলের দ্বিতীয় পর্ব তাই আরও চ্যালেঞ্জিং এবং অনিশ্চয়তায় ঘেরা হতে চলেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর