সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ অন্তত নয়টি স্থানে ভারত মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালিয়েছে এবং তাদের দাবি, ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও। সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনে, যার দায়িত্ব রয়েছে ভারতের কাঁধে। আগে থেকেই পাকিস্তান ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক ছিল, তাই শ্রীলঙ্কাকে নিয়ে হাইব্রিড মডেলের আলোচনা চলছিল। কিন্তু বর্তমান যুদ্ধাবস্থার ফলে পুরো টুর্নামেন্ট আয়োজনই এখন অনিশ্চয়তার মুখে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- পাকিস্তানে ভারতের হামলা, যা বললেন ইমরান খান
আরও পড়ুন-ভারত-পাকিস্তান সংঘাতে যে সংকটে বাংলাদেশ
আরও পড়ুন-ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হচ্ছে আইপিএল!
বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা প্রতিটি দিক পর্যালোচনা করছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’
বিজ্ঞাপন
এরই মধ্যে ভারত জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। এর ফলে ভবিষ্যতে ভারত-পাকিস্তান ম্যাচ কেবলমাত্র আইসিসি ও এসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকবে।
এদিকে এই পরিস্থিতির ছায়া পড়েছে বাংলাদেশ দলের সূচিতেও। আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফর এবং চলতি মাসে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন-‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতের’
আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
আরও পড়ুন- ভারত-পাকিস্তান যুদ্ধ, বিবৃতি দিলো পিএসএল
বর্তমানে ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধাবস্থার কারণে আইপিএলে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিসিসিআই পরিস্থিতি নিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতির অবনতি হলে আইপিএল স্থগিতও হয়ে যেতে পারে।
২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের। এতে পাকিস্তান ও বাংলাদেশের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই টুর্নামেন্ট নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
সব মিলিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন শুধু সীমান্ত বা কূটনৈতিক স্তরেই নয়, সরাসরি প্রভাব ফেলছে দক্ষিণ এশীয় ক্রীড়াঙ্গনে। এশিয়া কাপ থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং বিশ্বকাপ—সব কিছুই এখন রয়েছে দোলাচলের মধ্যে।

