সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতের’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১১:৩০ এএম

শেয়ার করুন:

‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতের’

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই আলাদা উত্তেজনা, আবেগ ও ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও সন্ত্রাসবাদের ছায়া সেই খেলাধুলার আবেগকে ছাড়িয়ে গিয়ে ফেলেছে কূটনৈতিক জটিলতায়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতেও খেলা উচিত কি না এই প্রশ্নে স্পষ্ট ‘না’ বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে এবিপি গ্রুপ আয়োজিত এক আলোচনাচক্রে গম্ভীর বলেন, 'আমার ব্যক্তিগত মত, একদমই না। যতক্ষণ না এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হচ্ছে, ততক্ষণ ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সম্পর্ক, এমনকি খেলার মাঠেও, হওয়া উচিত নয়।' 


বিজ্ঞাপন


আরও পড়ুন- সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার

২০১৩ সালের পর থেকে দুই দেশের মধ্যে আর কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয়নি। বর্তমানে তারা মুখোমুখি হয় কেবল আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক আসরে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। আসন্ন এশিয়া কাপ বা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা থাকলেও গম্ভীর এই সম্পর্ক স্বাভাবিক করতে রাজি নন।

আরও পড়ুন-২০২৭ বিশ্বকাপে জায়গা পাবে তো বাংলাদেশ

তিনি আরও বলেন, 'ভারতীয় সৈন্য ও নাগরিকদের জীবনের মূল্য একটি ক্রিকেট ম্যাচ, সিনেমা বা অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি। খেলা পরে হতে পারে, সিনেমা আসবে, গানও বাজবে। কিন্তু যাঁরা প্রিয়জন হারান, তাঁদের যন্ত্রণা কোনোদিনও পূরণ হয় না।'


বিজ্ঞাপন


তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উপরেই ছেড়ে দিয়েছেন গম্ভীর। 'বিসিসিআই ও সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা সেটা মেনে নেব এবং এই বিষয়টি কোনোভাবেই রাজনীতির হাতিয়ার করব না,' বলেন ভারতের এই সাবেক ওপেনার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর