সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ ক্রিকেটে এক প্রতিভার অসমাপ্ত গল্পের নাম রানা

প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ ক্রিকেটে এক প্রতিভার অসমাপ্ত গল্পের নাম: রানা

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু নাম থেকে যাবে শুধুই হাহাকারের প্রতীক হয়ে। তেমনই এক নাম মানজারুল ইসলাম রানা। তিনি ছিলেন না কেবল একজন ক্রিকেটার, ছিলেন এক আশার আলো। এক প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের প্রতিচ্ছবি। যার পথ হঠাৎ থেমে যায় মাত্র ২২ বছর বয়সে এক নির্মম সড়ক দুর্ঘটনায়। আজ তাঁর জন্মদিন ৪ মে, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এক আবেগময় দিন হিসেবে স্মরণীয়।

আরও পড়ুন- ৪১ বছর বয়সে ৭ উইকেট নিয়ে রেকর্ড, কে এই ক্রিকেটার


বিজ্ঞাপন


২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই রানার পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছিল। বাঁহাতি স্পিনার এবং দক্ষ মিডল অর্ডার ব্যাটার হিসেবে অল্প সময়েই জায়গা করে নেন ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। দেশের মাটিতে হোক বা বিদেশে রানা ছিলেন নির্ভরতার নাম। ২০০৫ সালে ইংল্যান্ড সফরে তার অলরাউন্ড পারফরম্যান্স আজও অনেকের মনে গাঁথা।

dev-whatmore-visting-home-of-manjarul-islam-rana
জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর প্রয়াত মানজারুল ইসলামের মায়ের সাথে দেখা করেন ১৬ জানুয়ারী ২০১৬: ছবি ইএসপিএনক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মানজারুল। ৪০ রানে ৪ উইকেট নিয়ে সিরিজে বাংলাদেশের সেরা বোলার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া ২০০৪ সালে ভারতের বিপক্ষে ১২০ রানের চতুর্থ উইকেট জুটির রেকর্ড গড়েন তিনি, যা তখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেট জুটির সর্বোচ্চ রেকর্ড ছিল।

আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি


বিজ্ঞাপন


কিন্তু ২০০৭ সালের ১৬ মার্চ, বাংলাদেশ ক্রিকেটের জন্য এক কালো দিন। বিশ্বকাপের প্রস্তুতির সময়েই রানা, তার বন্ধু তারিক এবং আরেক খেলোয়াড় শাহরিয়ার হোসেন সড়ক দুর্ঘটনার শিকার হন খুলনার রূপসায়। ঘটনাস্থলেই ঝরে যায় এক প্রতিভাবান প্রাণ। বাংলাদেশ হারায় তার সবচেয়ে কনিষ্ঠ টেস্ট ক্রিকেটারকে, হারায় একটি অসমাপ্ত অধ্যায়।

144210

রানার মৃত্যু শুধু এক জন ক্রিকেটারের মৃত্যু নয়, এটি ছিল এক সম্ভাবনার মৃত্যু। হয়তো সে হতো বাংলাদেশের সাকিব আল হাসানের আগের অলরাউন্ড কিংবদন্তি! হয়তো বাংলাদেশ অনেক আগে পেত একটি বিশ্বমানের অলরাউন্ডার, যার হাতে গড়া হতে পারত আরও অনেক বিজয়ের গল্প।

আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

রানার স্মৃতিকে অমর করে রাখতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার নামে একটি স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। একটি প্রশ্ন আজও ঘুরপাক খায় ক্রিকেট ভক্তদের মনে ‘রানা বেঁচে থাকলে আজ কী হতো বাংলাদেশ ক্রিকেট?’ সেই উত্তর হয়তো আর কোনো দিন পাওয়া যাবে না। তবে যা পাওয়া গেছে, তা হলো একটি অসমাপ্ত গল্পের চিরন্তন স্মৃতি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর