স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে—এ নিয়ে ইসলামে কোনো বিধি-বিধান আছে কি না জানতে চান অনেকে। কারণ এ ব্যাপারে সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হয়। অর্থাৎ তারা মনে করেন, স্বামীর বাম পাশে ঘুমানো স্ত্রীর জন্য সুন্নত। প্রকৃতপক্ষে ইসলামি শরিয়তে এ ধরণের কোনো কথা নেই। বরং যেদিকে ঘুমানো উভয়ের জন্য সুবিধাজনক সেদিকে ঘুমাবেন, এতে শরিয়তের কোনো বিধি-নিষেধ নেই।
তবে এটি সত্য যে- প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাবে। (মুসলিম: ২৭১০)
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঘুমানোর আগের ও পরের দোয়া
উপুড় হয়ে ঘুমানো মাকরুহ। এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ: ৫০০১)
ইসলামে যেভাবে ঘুমানো নিষেধ এবং যেভাবে উত্তম
আবার ঘুমানোর সময় পা যেন কেবলা বরাবর না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। কেননা ‘ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোনো অবস্থায় কাবা শরিফের দিকে পা দেওয়া মাকরুহ। (ফতোয়ায়ে আলমগিরি: ৫/৩১৯, ফতোয়ায়ে মাহমুদিয়া: ২৯/১৭৪)
বিজ্ঞাপন
আরও পড়ুন: যেসব দোয়া কেবলামুখী হয়ে করবেন
সুতরাং ইসলামি শরিয়তে নেই—এমনসব ধ্যান-ধারণা ও প্রচারণা থেকে আমাদের সবারই দূরে থাকা বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমানোর আগের-পরের মাসনুন সুন্নতগুলো যথাযথ মনে চলার তাওফিক দান করুন। সুন্নতের বাইরের যেকোনো কথা-কাজ থেকে হেফাজত করুন। আমিন।