বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দোয়া কবুলের ৯টি জরুরি আদব: কোরআন-হাদিসের আলোকে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

দোয়া কবুলের ৯টি জরুরি আদব: কোরআন-হাদিসের আলোকে

আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করতে অত্যন্ত পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোকনা কেন আমি তা ক্ষমা করে দিব, এতে আমার কোনো পরওয়া নেই।’ (সুনানে তিরমিজি: ৩৫৪০)

দোয়া কবুলের গুরুত্বপূর্ণ আদব

১. আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা

মহান আল্লাহ বলেন, ‘যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে।’ (সুরা বাকারা: ১৮৬)

২. নিষ্ঠার সঙ্গে দোয়া করা

‘তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেয়া হয়নি যে, তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁর আনুগত্যের মাধ্যমে।’ (সুরা বাইয়িনাহ: ৫)


বিজ্ঞাপন


আরও পড়ুন: নামাজ আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য ৫ বিষয় খেয়াল রাখবেন

৩. আল্লাহর গুণবাচক নামে ডাকা

‘আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। সুতরাং তোমরা তাঁকে সে নামেই ডাকবে।’ (সুরা আরাফ: ১৮০)

৪. হামদ ও দরুদ সহকারে

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘নামাজ শেষে যখন তুমি বসবে, তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দরুদ পাঠ করবে। অতঃপর তুমি দোয়া করবে।’ (সুনানে তিরমিজি: ৩৪৭৬)

৫. কেবলামুখী হয়ে হাত তুলে

 ‘নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তাঁর কোনো বান্দা তাঁর প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ (সুনানে আবু দাউদ: ১৩২০)

আরও পড়ুন: মোনাজাতে এই ১১ দোয়া যেন থাকে

৬. আশা ও ভয় নিয়ে

‘তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত। তারা ছিল আমার প্রতি বিনীত।’ (সুরা আম্বিয়া: ৯০)

৭. গোপনে অনুনয় বিনয়ের সাথে

‘তোমরা তোমাদের রবকে ডাক অনুনয় বিনয় করে ও চুপিসারে।’ (সুরা আরাফ: ৫৫)

৮. দৃঢ়তার সঙ্গে চাওয়া

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমাদের কেউ যেন না বলে যে, হে আল্লাহ! আপনি চাইলে আমাকে ক্ষমা করুন। সে যেন দৃঢ় আশার সঙ্গে চায়।’ (সহিহ বুখারি: ৬৩৩৯)

আরও পড়ুন: যেসব বাক্য উচ্চারণ করলে দোয়া বিফলে যায়

৯. দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা

নবীজি (স.) বলেন, ‘তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে।’ (আল জামি বাইনাস সহিহাইন: ২২৯২)

পরিশেষে বলতে চাই, দোয়া হচ্ছে মুমিনের শক্তিশালী হাতিয়ার। এই হাতিয়ারকে সঠিকভাবে ব্যবহার করার জন্য উল্লিখিত আদবগুলো মেনে চলা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ আদবগুলো বাস্তবায়নের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর