শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক স্বীকৃতি: আস-সুন্নাহ ফাউন্ডেশন পেল আইএসও সনদ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক স্বীকৃতি: আস-সুন্নাহ ফাউন্ডেশন পেল আইএসও সনদ

দেশের ধর্মীয় ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) থেকে কাঙ্খিত ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট অর্জন করেছে।

সোমবার (২০ অক্টোবর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন ISO 9001: কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে। এই সার্টিফিকেট আমাদের কাজের গুণগত মান, স্বচ্ছতা ও দক্ষতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্তদের ১৫০০ ঘর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

তিনি আরও লিখেন, ‘সকল কার্যক্রমে আমরা যে আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ—এই স্বীকৃতি তার একটি প্রমাণ।’

এই অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লিখেন, ‘এই বিশেষ ক্ষণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়ার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’

আরও পড়ুন: কর অব্যাহতি পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন


বিজ্ঞাপন


উল্লেখ্য, ISO 9001 হলো একটি আন্তর্জাতিক মান যা কোনো প্রতিষ্ঠানের গুণগত ব্যবস্থাপনা কার্যক্রমের স্বীকৃতি প্রদান করে। এটি প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারাবাহিকতা, দক্ষতা এবং সেবার গুণগত মান নিশ্চিত করে।

আরও পড়ুন: দেশের চলমান সংকটগুলোতে যেভাবে পাশে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশজুড়ে ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর