সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কর অব্যাহতি পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

কর অব্যাহতি পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কর অব্যাহতি দিয়েছে সরকার। আয়কর রিটার্ন দাখিলের শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত দান হিসেবে পাওয়া আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


বিজ্ঞাপন


শিক্ষা, দাওয়াত, মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। খ্যাতিমান ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ ২০১৮ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সম্প্রতি ফেনী-নোয়াখালীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিলে আস-সুন্নাহ ফাউন্ডেশন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করে। সংস্থাটিতে একশ কোটি টাকার বেশি অনুদান জমা হয়।

এদিকে চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেয়েছে গ্রামীণ ব্যাংকও। আয়কর রিটার্ন দাখিলের শর্তে ব্যাংকটিকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত কর অব্যাহতি দিয়েছে সরকার।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণ উৎসাহিত করার অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের আয় বিগত সময়ে আয়করমুক্ত থাকলেও ২০২১ সালের ১ জানুয়ারি এ সুবিধা বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৮ বছর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ড. ইউনূস। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

জেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর