সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১৫০০ ঘর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

as-sunnah
বন্যার্তদের ঘর দিচ্ছে আস-সুন্নাহ। ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন‍্য এমন ১৫০০ ঘর নির্মাণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। যার প্রতিটি নির্মাণ ব্যয় হয়েছে দুই লাখ ৮৫ হাজার টাকা।

রোববার (৮ জুন) আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


একটি ঘরের ছবি দিয়ে তিনি তার ভেরিফায়েট ফেসবুক পেজে লিখেন- আস-সুন্নাহ ফাউন্ডেশন নির্মিত এসব ঘরের প্রতিটিতে ব‍্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকা। ১৯ ফুট বাই সাড়ে ১৮ ফুটের এসব ঘরে একটি দরজা, পাঁচটি জানালা, দুইটি বেডরুম, একটি ড্রইংরুম এবং ছোট একটি বারান্দা আছে। চব্বিশের বন‍্যায় ক্ষতিগ্রস্তদের জন‍্য এমন ১৫০০ ঘর নির্মাণ করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানান, ঘরের চালে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল টিন। টিনের নিচে দেয়া হয়েছে গরম ও শীত প্রতিরোধক ফোম। এছাড়া মরিচা প্রতিরোধক জিপি বক্স ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

শেরপুরের ১৬০ পরিবারের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘর হস্তান্তর

এসএসসির প্রশ্নপত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন!

এছাড়াও জানালায় ২২ গেজের মোটা শীট, ৩ মিলি পুরত্বের ফ্রেম বার ও এঙ্গেল এবং ১০ মিলি থিকনেসের স্কয়ার বারের গ্রিল ব্যবহার করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, দরপত্রের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে নির্মাণ কাজ দেওয়া হলেও সব মালামাল (এ গ্রেডের) কিনে দেওয়া এবং নির্মাণ কাজ আগাগোড়া তদারকি করেছে আমাদের টিম।

গত বছর আগস্টে ফেনীসহ দেশের কয়েকটি এলাকা ভয়াবহ বন্যায় মুখোমুখি হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এসব এলাকার মানুষ। শুরু থেকেই বন্যার্তদের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। পরে বন্যার্তদের পুনর্বাসনের ঘোষণা দেয় আলোচিত সংস্থাটি।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর