দাজ্জালের আবির্ভাব কেয়ামতের অন্যতম প্রধান নিদর্শন। তার ফিতনা এতই ভয়ঙ্কর যে, রাসুলুল্লাহ (স.) হাদিসে সতর্ক করেছেন- ‘আদম (আ.)-এর সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই।’ (সহিহ মুসলিম, মেশকাত: ৫৪৬৯)
দাজ্জাল সামনে পড়ে গেলে তা হবে একজন মুমিনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। এমন পরিস্থিতিতে কী করবেন, তার সুস্পষ্ট ৪টি ইসলামি সমাধান কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিচে উপস্থাপন করা হলো।
বিজ্ঞাপন
১. অবিলম্বে পলায়ন ও সুরা কাহাফ তেলাওয়াত
দাজ্জালকে দেখামাত্র পাহাড় বা নির্জন স্থানে পলায়ন করুন। সুরা কাহাফের প্রথম ১০ আয়াত জোরে জোরে তেলাওয়াত শুরু করুন। হাদিসে এসেছে, ‘যে দাজ্জালকে দেখবে সে যেন সুরা কাহাফের প্রথম আয়াতগুলো পড়তে পড়তে পলায়ন করে।’ (মুসতাদরাকে হাকিম: ৮৫৭৫) অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি সুরা কাহাফের শুরুর ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।’ (সহিহ মুসলিম: ৮০৯)
আরও পড়ুন: সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, উচ্চারণ ও অর্থসহ
২. দাজ্জালের প্রলোভনে কান না দেওয়া
দাজ্জালের ভেলকিবাজি (মৃতকে জীবিত করা, বৃষ্টি নামানো ইত্যাদি) দেখে বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন এগুলো আল্লাহর অনুমতিতে ঘটছে। ‘দাজ্জাল বলবে: আমি যদি তোমার মৃত পিতাকে জীবিত করি, তুমি কি আমাকে রব মানবে? তখন শয়তান তার পিতার রূপ ধারণ করবে।’ (সহিহ জামে: ৭৭৫২)
৩. ঈমান অটল রাখার বিশেষ দোয়া
ঈমানে অটল অবিচল থাকতে এই দোয়াটি বারবার পড়বেন- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই।’ (সহিহ বুখারি ৬৩৬৮)
৪. নামাজ ও ইস্তেগফারে মশগুল হওয়া
দাজ্জালের আবির্ভাব হলে ফরজ নামাজ সময়মতো আদায় করুন। বেশি বেশি ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পড়ুন। হাদিসে এসেছে, ‘তোমাদের কেউ বাজারে থাকাকালীন আজান শুনলে যেন (ক্রয়-বিক্রয়) ছেড়ে চলে আসে, কারণ এটি দাজ্জাল থেকে সুরক্ষা হবে।’ (মুসনাদে আহমদ: ১২১৯৬; আল-মুজামুল কাবির লিত-তাবারানি: ১০৩৯০, হাদিসটি হাসান)
মনে রাখবেন ৩টি সতর্কতা
১. দাজ্জালের ‘জান্নাত-জাহান্নাম’ দেখানো হবে মিথ্যা (মুসলিম: ২৯৩৭)
২. তার কপালে ‘কাফির’ লেখা থাকবে (মুসলিম: ২৯৩৩)
৩. তার এক চোখ অন্ধ থাকবে (মুসলিম: ৭২৫১)
দাজ্জালের মুখোমুখি হলে আতঙ্কিত না হয়ে উপরোক্ত আমলগুলোতে অবিচল থাকুন। মনে রাখবেন, দাজ্জালের সব ক্ষমতা আল্লাহর অনুমতিতে। যারা ঈমানের সাথে এই আমলগুলো করবে, আল্লাহ তাআলা তাদের রক্ষা করবেন।

