সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হজের খুতবা বাংলা অনুবাদসহ সরাসরি সম্প্রচারের লিংক

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

হজের খুতবা আজ, বাংলা অনুবাদসহ সরাসরি সম্প্রচারের লিংক

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর আরাফার দিনে দেওয়া হয় হজের খুতবা। এটি প্রতি বছর ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরায় জুমার নামাজের পূর্বে দেওয়া হয়। এবার ১৪৪৬ হিজরি / ২০২৫ সালের খুতবা প্রদান করছেন মসজিদে হারামের খতিব শায়খ সালেহ আল হুমাইদ।

খুতবাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ৩৪টি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে, যাতে ভাষাগত সীমাবদ্ধতা পেরিয়ে সবাই হজের মূল বার্তাটি বুঝতে পারেন।


বিজ্ঞাপন


🔴হজের লাইভ খুতবা

লাইভ খুতবা শুনতে ও অনুবাদে পেতে এখানে ক্লিক করুন: https://manaratalharamain.gov.sa/arafat-speech এই ওয়েবপেজে প্রবেশ করার পর, উপরের বামদিকে একটি ভাষার তালিকা দেখতে পাবেন। সেখানে থেকে বাংলা নির্বাচন করুন। এতে করে বাংলা ভাষায় অনুবাদিত খুতবা শুনতে পারবেন।

আরও পড়ুন: নিজের ভাষায় হজের খুতবা শুনবেন যেভাবে

আপনি চাইলে Haramain Sharifain অ্যাপ ব্যবহার করেও মোবাইলে খুতবা শুনতে পারেন। এই অ্যাপে বিভিন্ন ভাষায় খুতবা শোনার ব্যবস্থা রয়েছে। আরেকটি বিকল্প হিসেবে, Haramain Sharifain এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও খুতবা লাইভ সম্প্রচারিত হয়। যেখানে বিভিন্ন ভাষায় অনুবাদ শোনা যায়। মনে রাখবেন, কখনও কখনও ওয়েবসাইটের লোড হতে কিছু সময় নিতে পারে। তাহলে ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।


বিজ্ঞাপন


হজের খুতবার সময় (বাংলাদেশ সময়)

মক্কা সময় দুপুর ১২:১০ → বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩:১০
খুতবা সরাসরি সম্প্রচারিত হয় আরাফার দিন (৯ জিলহজ), যেটি ৫ জুন ২০২৫।

যেসব ভাষায় খুতবা অনুবাদ হচ্ছে

আরবি

বাংলা

ইংরেজি

উর্দু

হিন্দি

ফরাসি

চীনা

তুর্কি

ইন্দোনেশিয়ান

মালয়

রুশ

স্প্যানিশ

পর্তুগিজ

তামিল

ফার্সি

হাউসা

সোয়াহিলি

রোহিঙ্গা

ফিলিপিনো (টাগালগ)

থাই

পুশতু

সোমালি

আজারবাইজানি

আমহারিক

জার্মান

ডাচ

সুইডিশ

আলবেনিয়ান

বসনিয়ান

উজবেক

মালায়ালাম

ফুলানি

ইয়োরুবা

ইতালীয়

এই সার্বজনীন অনুবাদ কার্যক্রমের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলমানদের কাছে হজের মহান শিক্ষা ও আরাফার দিনের গুরুত্ব আরও স্পষ্টভাবে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর