সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৮ জিলহজ কেন ‘পানি সংগ্রহের দিন’ নামে পরিচিত?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

৮ জিলহজ কেন ‘পিপাসা মেটানোর দিন’ নামে পরিচিত?

আজ ৮ জিলহজ, হজের আনুষ্ঠানিকতার প্রথম দিন। এ দিনটিকে ইসলামি পরিভাষায় বলা হয় ইয়াওমুত তারবিয়া, যার অর্থ পিপাসা মেটানোর দিন বা পানি সংগ্রহের দিন। ইতিহাসে এর পেছনে রয়েছে এক বিশেষ তাৎপর্য।

এই নামকরণের পেছনের ইতিহাস

প্রাচীন যুগে আরাফাত, মুজদালিফা ও মিনার মতো জায়গাগুলোতে পানি ছিল খুবই অপ্রতুল। তাই হাজিরা ৮ জিলহজে মক্কা থেকে মিনা যাওয়ার আগে বেশি করে পানি পান করতেন এবং তাদের সঙ্গে বহনের জন্য পানি ভরে নিতেন। এই প্রস্তুতির কাজকেই আরবিতে বলা হয় ‘তারবিয়া’ (التروية)—যার অর্থ পানিতে নিজেকে পরিপূর্ণভাবে সিক্ত করা বা তৃপ্ত করা।

ইমাম নববি (রহ.) বলেন-‘এই দিনকে ‘তারবিয়া’ বলা হয় কারণ হাজিরা মিনা ও আরাফাতে যাওয়ার প্রস্তুতি হিসেবে এদিন পানি পান করতেন এবং পানি সংরক্ষণ করতেন।’ (ইমাম নববি, আল-মাজমু: ৮/১২৩) ইবনে হাজার আসকালানী (রহ.) তার বিখ্যাত হাদিস ব্যাখ্যাগ্রন্থে লিখেছেন- ‘এ দিনটি তারবিয়া নামে পরিচিত কারণ হাজিরা মিনা, আরাফা ও মুজদালিফার সফরের জন্য পানি সংগ্রহ করতেন।’ (ফাতহুল বারি, খণ্ড ৩, পৃষ্ঠা ৪৫৩)

আরও পড়ুন: আরাফার দিন দোয়া করার উত্তম সময়, যে দোয়া পড়তে ভুলবেন না

আজ বুধবার (৪ জুন) সৌদি আরবে ইয়াওমুত তারবিয়া বা পানি সংগ্রহের দিন। এদিন হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পবিত্র দুই মসজিদের সংবাদমাধ্যম ‘ইনসাইড দ্য হারামাইন’ এই দিনে হাজির পানি পানের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছে ‘এই দিনটিকে ইয়াওমুত তারবিয়া নাম দেওয়া হয়েছে, কারণ অতীতের হাজিরা এদিন বেশি করে পানি পান করতেন এবং তাদের পানি সংরক্ষণ করতেন আরাফাতের দীর্ঘ সফরের প্রস্তুতিস্বরূপ।’


বিজ্ঞাপন


বর্তমানে আধুনিক ব্যবস্থাপনায় পানি সহজলভ্য হলেও ইসলামের এই ঐতিহাসিক রীতি স্মরণ করিয়ে দেয় কষ্ট সহ্য, ধৈর্য ও প্রস্তুতির শিক্ষা। হাজিরা এদিন মিনা পৌঁছে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পরের দিনের জন্য আত্মিক প্রস্তুতি নেবেন। আর ৮ জিলহজের ‘পিপাসা মেটানোর দিন’ নামকরণটি আমাদের ইসলামের অতীত ঐতিহ্য, ত্যাগ ও ধৈর্যের শিক্ষা মনে করিয়ে দেয় আজও।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর