সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিনায় বাংলাদেশি হাজিদের সেবায় ১৮ টিম, কে কোন দায়িত্বে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

মিনায় বাংলাদেশি হাজিদের সেবায় ১৮ টিম, কে কোন দায়িত্বে?
সংগৃহীত ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ বুধবার (৮ জিলহজ) শুরু হয়েছে। বাংলাদেশসহ সারাবিশ্বের হাজি সাহেবরা ইতিমধ্যে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশি হাজিদের হজযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে এবার মিনা প্রান্তরে কাজ করছে ১৮টি বিশেষায়িত টিম।

মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে গতকাল (৩ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে হজ মনিটরিং কমিটির সভায় টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং কাউন্সিলর (হজ) তা বাস্তবায়নের নির্দেশ দেন।


বিজ্ঞাপন


টিমগুলোর দায়িত্ব ও কাঠামো

১. পরিবহন সহায়তা টিম (৪টি টিম | ১০ জন কর্মকর্তা)
সরকারি ব্যবস্থাপনায় আসা হাজিদের মিনায় পৌঁছানো এবং হজ শেষে হোটেলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবেন। হাজিদের বাসে চড়ানো, নির্ধারিত তাঁবুতে পৌঁছানো ও ফেরত পাঠানো নিশ্চিত করবেন।

২. পথনির্দেশনা ও জরুরি সহায়তা টিম (৬টি টিম | ৮৭ জন কর্মী)
মিনার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে কাজ করবেন তিন শিফটে। হাজিদের পথ নির্দেশনা, তাঁবু খোঁজা, হারিয়ে যাওয়া হাজি সনাক্ত ও বিভিন্ন জটিলতায় তাৎক্ষণিক সহায়তা প্রদান করবেন।

৩. তাঁবু পরিদর্শন ও সেবার মান তদারকি টিম (৮টি টিম | ২৩ জন সদস্য)
বেসরকারি হজ এজেন্সির আওতায় থাকা হাজিদের তাঁবু পরিদর্শন করবেন। তাঁবুতে পরিবেশ, খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য সেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা, তা তদারকি করবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যেসব আমল করবেন হাজিরা

মিনায় বেসরকারি হাজিদের সেবায় ৮ কোম্পানি

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় আগত হাজিদের জন্য আটটি সৌদি সেবা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের হজ এজেন্সিগুলো। কোম্পানিগুলো হচ্ছে- রাউয়াফ মিনা, ইসওর আল মাশায়ের, এম বাই মিলেনিয়াম, রেহলাত মানাফে, একরাম আদ দইউফ, মাশারিক আল মুতামাইজাহ, ফ্লাইনাস, আল রিফাদাহ। এই কোম্পানিগুলো তাঁবু, খাবার, পানি, টয়লেট, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যোগাযোগব্যবস্থার মতো মৌলিক সেবাগুলো নিশ্চিত করবে।

প্রতিবছর হজের সময় বাংলাদেশি হাজিদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়। তবে এবার মিনা পর্বে বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব ভাগ করে ১৮টি টিম গঠন করায় হাজিরা সেবা পেতে আরও দ্রুত ও নির্ভরযোগ্য সহযোগিতা পাবেন বলে আশা করা যায়।

আল্লাহ তাআলা হাজিদের হজ কবুল করুন এবং সেবাদানকারীদের কাজকে সহজ ও কবুল করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর