সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হজের শেষ ফ্লাইট কবে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

হজের শেষ ফ্লাইট কবে

বাংলাদেশ থেকে ২০২৫ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রাকারী হজযাত্রীদের শেষ ফ্লাইটটি ১ জুন পরিচালিত হবে। পূর্বঘোষিত ৩১ মে থেকে দিনটি একদিন বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ৭৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

২০২৫ সালের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী এবার সৌদি আরবে হজ পালনে গমন করছেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিচ্ছেন।


বিজ্ঞাপন


হজ ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ‘সাউদিয়া’ এবং ‘ফ্লাইনাস’। শুরুতে হজ ফ্লাইটের শেষ তারিখ ধরা হয়েছিল ৩১ মে, তবে হজ ফ্লাইট কার্যক্রমের সুবিধার্থে সেটি একদিন বাড়িয়ে ১ জুন করা হয়েছে। এই তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস নিশ্চিত করেছে।

আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

২৯ মে পর্যন্ত হজযাত্রী পরিবহনের সর্বশেষ আপডেট অনুযায়ী, ৭৪,২৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এই তথ্য জানিয়েছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সব হজযাত্রী যেন সৌদি আরবে পৌঁছাতে পারেন, সে জন্য বিশেষ নজরদারি এবং সমন্বয় চলছে। হজযাত্রার শেষ দিন ১ জুনের পর কোনো যাত্রী যেন বাদ না পড়ে, সে বিষয়েও কঠোরভাবে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন


হজের ফিরতি ফ্লাইট

২০২৫ সালের হজ পালনের পর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যেই এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সম্পন্ন করেছে।

হজযাত্রীদের করণীয়

হজ ফ্লাইটের নির্ধারিত সময়, তারিখ ও অন্যান্য তথ্য জানতে হজ ইনফো পোর্টালের ফ্লাইট অনুসন্ধান লিংকে (https://flight-inquiry.hajjinfo.org) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর বা পাসপোর্ট নম্বর দিয়ে তথ্য দেখা যাবে।

আরও পড়ুন: কোরবানির প্রতিটি ধাপে শরিয়তের নির্দেশনা জানুন

২০২৫ সালের হজ কার্যক্রম নির্ধারিত সময়সীমা ও সরকারের তত্ত্বাবধানে কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। হজ ফ্লাইটের সময়সীমা ১ জুন পর্যন্ত বাড়ানোয় আরও কিছু যাত্রীর জন্য সুযোগ তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে, সব হজযাত্রী শান্তিপূর্ণভাবে হজ পালন শেষে নিরাপদে দেশে ফিরবেন।

হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। প্রতিবছর হিজরি চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর আরাফা দিবস (৯ জিলহজ) ৫ জুন পালন করা হবে। যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন ৬ জুন (১০ জিলহজ)। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর