রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খন্দক যুদ্ধে যে কবিতা আবৃত্তি করছিলেন নবীজি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

খন্দক যুদ্ধে যে কবিতা আবৃত্তি করছিলেন নবীজি

খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। খন্দক মানে পরিখা বা গর্ত। এ যুদ্ধে অনেক পরিখা খনন করা হয়েছিল বলে এটি খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধ আহজাব নামেও পরিচিত। আহজাব অর্থ সম্মিলিত বাহিনী। এ যুদ্ধে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, বেদুইন ও পৌত্তলিকেরা মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে নামে। ৫ হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ হয়। 

পরিখা খনন করা শেষ হয় ছয় দিনে, সম্মিলিত বাহিনী মদিনায় আসার আগেই। এ যুদ্ধে শত্রুসৈন্য ছিল ১০ হাজার। যা মদিনার মোট জনসংখ্যার চেয়ে বেশি। মুসলিম বাহিনীতে সৈন্য ছিল মাত্র ৩ হাজার। তবে তাদের অভিনব যুদ্ধকৌশল ছিল শত্রুদের অজানা। কুরাইশ বাহিনী খন্দক দেখে হতভম্ব। দুই দল দুই দিকে, মাঝখানে খন্দক বা পরিখা। মুসলিম বাহিনির এই কৌশলের মুখে কাফির বাহিনি প্রায় এক মাস মদিনা অবরোধ করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত হতাশ ও পর্যুদস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নবীজি ইহুদিদের বিরুদ্ধে কতবার যুদ্ধ করেছেন

খন্দক যুদ্ধে নবীজির কবিতা আবৃত্তি

পরিখা খননের সময় মাটি বহন করতে করতে নবীজি একটি সুন্দর কবিতা পাঠ করছিলেন। যা সাহাবিদের বর্ণনায় হাদিস শরিফে উঠে এসেছে। কবিতাটি হলো-

لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنــَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَـا
فَأَنْزِلَنْ سَكِيْنَةً عَلَـيْـنـَا وَثَبِّتْ الأَقْدَامَ إِنْ لَاقَيْنَـا
إِنَّ الْأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَـا إِذَا أَرَادُوْا فِتْنَـةً أَبَيْنَـا


বিজ্ঞাপন


উচ্চারণ: 
লাউলা আনতা মাহতাদাইনা, ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সল্লাইনা
ফানজিলনা সাকীনাতান আলাইনা, ওয়াসাব্বিত আকদামা ইন লাকাইনা
ইন্নাল উলা কাদ বাগাউ আলাইনা, ইজা আরাদু ফিতনাতান আলাইনা

অর্থ: 
(হে আল্লাহ) আপনি না হলে আমরা হেদায়াত পেতাম না, সদকা দিতাম না, নামাজও পড়তাম না।
তাই আমাদের ওপর শান্তি নাজিল করুন। শত্রুপক্ষের সামনে আমাদের পা সুদৃঢ় রাখুন।
ওরা আমাদের বিরুদ্ধাচরণ করেছে। যখনই তারা কোনো ফিতনা সৃষ্টি করতে চায়, আমরা তা থেকে বিরত থাকি। (সহিহ বুখারি: ২৬৮১)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর