মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে এবার যারা তারাবি পড়াবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৪৪৬ হিজরি (২০২৫) সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম এবং মসজিদে নববিতে তারাবির ইমাম থাকবেন আটজন।
২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে যে সাত জন ইমাম তারাবি পড়াবেন তারা হলেন—
১. শায়খ আবদুর রহমান আস-সুদাইস
২. শায়খ মাহের আল মুয়াইকিলি
৩. শায়খ আব্দুল্লাহ জুহানি
৪. শায়খ বান্দার বালিলাহ
৫. শায়খ ইয়াসির আদ-দাওসারি
৬. শায়খ বাদার আত-তুর্কি
৭. শায়খ ওয়ালিদ আস-সামছান
বিজ্ঞাপন
আরও পড়ুন: মক্কা-মদিনায় তারাবি নামাজ নিয়ে যে সিদ্ধান্ত জানা গেল
২০২৫ সালের রমজানে মসজিদে নববিতে যে আট জন ইমাম তারাবি পড়াবেন তারা হলেন—
১. শায়খ আহমাদ হুদাইফি
২. শায়খ সালেহ বুদাইর
৩. শায়খ খালেদ মুহান্না
৪. শায়খ আব্দুল্লাহ কারাফি
৫. শায়খ আব্দুল্লাহ বুয়াইজান
৬. শায়খ মুহাম্মাদ বারাহজি
৭. শায়খ আহমাদ তালেব
৮. শায়খ মুহসিন আল কাসেম
এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে দুই পবিত্র মসজিদে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারাবির রাকাত সংখ্যা ২০ থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়। এরপর টানা কয়েক বছর ধরে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবির নামাজ চলমান রয়েছে। ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্যই ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। ফলে ওমরা ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সূত্র : হারামাইন ওয়েবসাইট