বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

রিয়াজুল জান্নাতে ২০ মিনিট নামাজের অনুমতি পাচ্ছেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য বছরে একবারের নিয়ম প্রত্যাহার করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এখন থেকে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধন করে যেকোনো সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পাওয়া যাবে।

এই প্রক্রিয়া আরও সহজ করতে মাত্র ২০ মিনিটে নিবন্ধন শেষে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষকে।


বিজ্ঞাপন


আরব নিউজের খবরে বলা হয়েছে, মসজিদে নববির আশেপাশের লোকেরা রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ২০ মিনিটের মধ্যে অনুমতি নিতে পারবেন। তবে শর্ত হলো- আবেদনকারীকে মসজিদে নববির আশেপাশে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: এজেন্সির জন্য ন্যূনতম হজযাত্রী কোটা এক হাজার

মসজিদে নববিতে অনুমতির নিবন্ধনের জন্য নুসুক ও তাওয়াক্কালনা অ্যাপ এবং ওয়েবসাইটে নতুন একটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে মসজিদে নববির আশেপাশে যারা আছেন; তারা পারমিট পেতে পারেন।

এর আগে, গত বছর হজ ও ওমরা মন্ত্রণালয় রিয়াজুল জান্নাতে জিয়ারতের জন্য বছরে একবার পারমিটের শর্তারোপ করেছিল।


বিজ্ঞাপন


রিয়াজুল জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনুমতির উদ্দেশ্য হলো- অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং জিয়ারতকারীদের সুবিধা প্রদান করা; যাতে সবাই সুশৃঙ্খলভাবে সেখানে ইবাদত-বন্দেগি ও নামাজ আদায় করতে পারেন।

আরও পড়ুন: ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা 

সৌদি আরব বেশ কয়েক বছর ধরে নতুন অনলাইন প্ল্যাটফর্ম নুসুক ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ওমরা পালনকারীরা পুরো ওমরা যাত্রার পরিকল্পনা সাজানোর কথা বলে আসছেন। এই প্ল্যাটফর্ম ব্যবহার ওমরাযাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা, পারমিট, হোটেল বুকিং ও ট্রান্সপোর্ট পেতে সহায়তা করবে।

পর্যটন মন্ত্রণালয় এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতায় হজ ও ওমরা মন্ত্রণালয় ২০২২ সালের নভেম্বরে প্ল্যাটফর্মটি চালু করে।

নুসুক ওয়েবসাইট অনুসারে, মক্কার মসজিদে হারামে পৌঁছানোর আগে, ওমরা পালনকারীদের নুসুক অ্যাপে দেওয়া তারিখগুলো থেকে একটি বুক করতে হয়। একইভাবে মদিনায় মসজিদে নববিতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্যও অনুমতির প্রয়োজন হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub