ইসলামে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া। এছাড়াও তার দাফন-কাফন ও জানাজায় অংশ নেওয়া অপর মুসলিমের ঈমানি দায়িত্ব। এসব কাজের সওয়াবও অনেক বেশি।
রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে (মৃত ব্যক্তিকে) গোসল দেবে এবং তার দোষ-ত্রুটি গোপন করবে আল্লাহ চল্লিশবার তার গুনাহ মাফ করবেন। আর যে ব্যক্তি কবর খনন করবে এবং তাকে কবরে রাখবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত তার বাসস্থানের ব্যবস্থা করার সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি কাফনের ব্যবস্থা করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে মিহি ও পুরু রেশমের কাপড় পরাবেন। (সুনানে কুবরা, বায়হাকি: ৬৬৫৫; মুসতাদরাকে হাকেম: ১৩৪০)
বিজ্ঞাপন
মৃত ব্যক্তিকে গোসল করালে অথবা তার কাফন দাফন বা কবর খননের কাজ করলে গোসল ফরজ হয় না। গোসল ছাড়াই জানাজা নামাজ আদায় করা যাবে।
আরও পড়ুন: জানাজায় উপস্থিত হওয়ার সওয়াব
তবে, মৃত ব্যক্তিকে গোসল করালে শরীরে পানির ছিটা ইত্যাদি পড়ার সম্ভাবনা থাকে বিধায় কোনো কোনো ফকিহ গোসল করে নেওয়া মোস্তাহাব বলেছেন। অবশ্য গোসল করাতে গিয়ে শরীরে নাপাকি লেগেছে বলে নিশ্চিত হলে শুধু ওই জায়গা ধুয়ে নেওয়া জরুরি।
(কিতাবুল আছল: ১/৪৮; আলমাবসুত,সারাখসি: ১/৮২; বাদায়েউস সানায়ে: ১/১৩৭; আলমুহিতুল বুরহানি: ১/১৬; খিযানাতুল আকমাল: ১/৩৪; ফাতহুল কাদির: ১/৫৮; আদ্দুররুল মুখতার: ১/১৭০)

