রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বেশিক্ষণ অজ্ঞান থাকলে ওয়াক্তের নামাজ কি মাফ হয়ে যায়?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

বেশিক্ষণ অজ্ঞান থাকলে ওয়াক্তের নামাজ কি মাফ হয়ে যায়?

নামাজ অতি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় তা অসুস্থ অবস্থায়ও শরিয়ত নির্ধারিত সহজ উপায়ে আদায় করতে হয়। কেননা সময়মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘...নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যকর্তব্য।’ (সুরা নিসা: ১০৩)

কোনো কারণে ওয়াক্ত ছুটে গেলে সেই নামাজ কাজা পড়ে দেওয়াই সাধারণ নিয়ম। কিন্তু কেউ অজ্ঞান হওয়ার কারণে ওয়াক্ত ছুটে গেলে বা কয়েক দিন অজ্ঞান অবস্থায় থাকলে তার করণীয় কী হবে জানতে চান অনেকে।


বিজ্ঞাপন


এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, একদিন একরাত বা তার বেশি সময় অজ্ঞান থাকলে সেই নামাজগুলো মাফ হয়ে যায়। তাই একদিন একরাতের বেশি সময় ধরে অজ্ঞান থাকা অবস্থার নামাজগুলো কাজা করতে হবে না। ওয়াক্ত হিসেবে ধরলে টানা ৬ ওয়াক্ত কিংবা তার বেশি নামাজ ছুটে গেলে— তা কাজা করতে হয় না।

আরও পড়ুন: জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, করণীয় কী

নাফে (রহ.) থেকে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) দুইদিন অজ্ঞান ছিলেন, কিন্তু ওই সময়ের নামাজ কাজা করেননি। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৬৬৬২)

আরও পড়ুন: ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের সময়সীমা


বিজ্ঞাপন


ইবরাহিম নাখায়ি (রহ.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন- ‘একদিন একরাত অজ্ঞান থাকলে, নামাজ কাজা করবে। এর চেয়ে বেশি হলে কাজা করবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৬৬৫৪)

(তথ্যসূত্র: কিতাবুল আছল: ১/১৯০; আলমাবসুত, সারাখসি: ১/২১৭; বাদায়েউস সানায়ে: ১/২৮৮; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১২১; আলমুহিতুল বুরহানি: ১/৩১; আদ্দুররুল মুখতার: ২/১০২; ইলাউস সুনান: ৭/২২২; আলবাহরুর রায়েক: ২/৭৯; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃষ্ঠা- ২৩৭)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর