মসজিদে হারামে ডিজিটাল সেবার অংশ হিসেবে শিশুদের নিরাপত্তায়ও বিশেষ সেবা চালু করা হয়েছে। ওমরার কার্যক্রম সম্পাদন করার সময়ে শিশুদের হাতে ব্রেসলেট রাখতে হবে। ফলে যেকোনো প্রয়োজনে তাদের চিহ্নিতকরণ সহজ হবে।
ফলে নামাজ আদায় ও ওমরার সময় সঙ্গে আনা শিশুরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে। অভিভাবকরাও সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞাপন
শিশুদের জন্য এসব নিরাপত্তা ব্রেসলেট মসজিদে হারামের ৩ (আজইয়াদ গেট) এবং ৭৯ (বাদশাহ ফাহাদ গেট) নম্বর গেটে পাওয়া যাবে। ব্রেসলেটে পিতামাতার সঙ্গে যোগাযোগের নম্বরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ করে দেওয়া হয়।
নতুন এই সেবার নাম, ‘মসজিদে হারামে আপনার সন্তান নিরাপদ।’ কোনো কারণে যদি শিশুটি হারিয়ে যায়, ব্যবস্থাপনা দল অবিলম্বে ব্রেসলেটে থাকা নম্বরে যোগাযোগ করে পিতামাতার কাছে তাকে পৌঁছে দিতে পারবে। এ কারণে প্রশাসন জানিয়েছে, মসজিদে হারামে আসার সময় শিশুদের জন্য নিরাপত্তা ব্রেসলেট নিতে ভুলবেন না।
আরও পড়ুন: নবীজির রওজায় শিশুদের আনাগোনা, যেন নবীযুগের প্রতিচ্ছবি
বিজ্ঞাপন
মসজিদে হারাম ও নববিতে নতুন নতুন ডিজিটাল সেবা বাড়ানো হচ্ছে। এতে আধুনিক ও নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করছে হারামাইন কর্তৃপক্ষ।
মসজিদে হারামের বিভিন্ন স্থানে প্রদত্ত পরিষেবা সম্পর্কে জানতে প্রশাসন বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষায় একটি ডিজিটাল মানচিত্র চালু করেছে। যেখানে মসজিদে হারামের যাতায়াতের রাস্তা সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। যাতে জিয়ারতকারীদের কোনো সমস্যা না হয়।
আরও পড়ুন: শিশুর ইসলাম-প্রীতি বিকশিত হোক মসজিদ থেকে
ডিজিটাল মানচিত্রে মসজিদে হারামের হুইলচেয়ার অ্যাক্সেস পয়েন্ট, গাইডেন্স অফিস, ওয়াটার রিফিল পয়েন্ট, ড্রপ-অফ সেন্টার, অজু এবং স্বাস্থ্যকেন্দ্রের জায়গাগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে। যেন তা খুঁজতে সহজ হয়।
এছাড়া ওমরা পালনের সময় ভিড় ও জটলা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। তারা বলছে, যানজট ও ভিড় এড়িয়ে চললে ওমরার পরিবেশ হবে আরও সহজ ও নির্মল।